ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরি নিয়ে নামবেন জোকোভিচ!

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ আগস্ট ২০১৬

ইনজুরি নিয়ে নামবেন জোকোভিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম দুটি গ্র্যান্ডসøাম জিতেছেন। তবে মর্যাদার উইম্বলডন জিততে পারেননি। ওই সময়টা থেকেই কিছু ব্যক্তিগত বিষয়াদি নোভাক জোকোভিচের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া সমস্যায় আছেন ইনজুরির কারণে। এরপরও বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেন জিতে সফলভাবেই বছর শেষ করতে চান বিশ্বের এক নম্বর এ সার্বিয়ান তারকা। ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ডসøাম জিততে চান তিনি। ২০১১ সালে সর্বশেষবার ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ। এরপর দ্বিতীয়বার এ শিরোপা হাতে তুলেছেন গতবার। তাই এবারও বিশ্বের এক নম্বর এ তারকা অন্যতম ফেবারিট হিসেবেই শুরু করবেন ইউএস ওপেনে। বছরের শেষ এ গ্র্যান্ডসøাম আসরে নামার আগে অবশ্য পুরোপুরি স্বস্তিতে নেই তিনি। এবার অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় দিয়ে বছরটা দুর্দান্ত নৈপুণ্য দিয়েই শুরু করেছিলেন। কিন্তু উইম্বলডনের তৃতীয় রাউন্ডে তিনি বিদায় নেন অবাছাই মার্কিন তারকা স্যাম কুয়েরির কাছে হেরে। উইম্বলডন চলার সময়েই কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে বিক্ষিপ্ত ছিলেন জোকোভিচ। তখন তিনি বলেছিলেন, ‘আমি ঠিক শতভাগ খেলার মধ্যে নেই।’ কারণটা এড়িয়ে গিয়ে শুধু জানিয়েছিলেন বিষয়টা একান্তই ব্যক্তিগত। তিনি আরও বলেন, ‘এটা শারীরিক কোন বিষয় না কিংবা কোন ইনজুরিও নয়। এটা অন্য এমন একটা কিছু যার মধ্যে দিয়ে আমি একান্তভাবে এগিয়ে চলেছি।’ রিও অলিম্পিকেও এবার সুবিধা করতে পারেননি। সেখানে আবার কব্জির ইনজুরিতেও পড়েছেন। কিন্তু মানসিক অস্বস্তিটা এখন পর্যন্ত কাটেনি। এ বিষয়ে জোকোভিচ বলেন, ‘রিওতে যে কব্জির ইনজুরি বড় সমস্যা নয় এখন। কিন্তু আগের সেই ঝামেলা আমাকে এখন স্বস্তি দেয়নি।’ ক্যারিয়ারে ইতোমধ্যেই ১২টি গ্র্যান্ডসøাম জিতেছেন জোকোভিচ। জুনে ক্যারিয়ার গ্র্যান্ডসøামও পূর্ণ করেছেন ফ্রেঞ্চ ওপেন জিতে। অথচ এর আগেই ডান কব্জির ইনজুরিতে হুমকির মুখে পড়েছিল ২০১৬ সালে তার টেনিস ক্যারিয়ার। উইম্বলডন শেষে রিও অলিম্পিকের ঠিক আগেভাগে আবার সেই ইনজুরি শুরু হয়। সে কারণে অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে। গত কয়েক সপ্তাহ ধরেই নিজের সেরা অবস্থায় নেই জোকোভিচ সেই ইনজুরির কারণে। তবে ইউএস ওপেনের শুরু থেকেই মোটামুটি নিজেকে ফিট করার জন্য সচেষ্ট আছেন তিনি। তবে সময়টা একেবারেই কম নিজেকে সঠিক অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে। ফ্লাশিং মিডোসে এ সবই বলছিলেন জোকোভিচ। তিনি বলেন, ‘মাঝে মাঝে সময়টা আপনার পক্ষে থাকবে না। ইনজুরির জন্য আমি বৈদ্যুতিক চিকিৎসা নিয়েছি। কিছুটা ভাল হয়েছি। আশা করছি সোমবার যখন টুর্নামেন্ট শুরু হবে তখন আমি আরও ভাল থাকব। ব্যাকহ্যান্ড শটটাও খেলতে পারব ঠিকভাবে।’
×