ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগের মতোই চলছে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাত

প্রকাশিত: ০৪:১০, ২৮ আগস্ট ২০১৬

আগের মতোই চলছে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ হাজারীবাগে কাঁচা চামড়া ঢোকার নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কারখানা মালিকরা। আগের মতোই চলছে চামড়া প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রম। স্থানীয়রা বলছেন, নিষেধাজ্ঞা জারির পর কিছুদিন পুলিশী পাহারা থাকলেও এখন তা নেই। ব্যবসায়ীদের দাবি, সাভারের নতুন ট্যানারি শিল্পাঞ্চল এখনও প্রস্তুত না হওয়ায় মানবিক দিক বিবেচনা করে ছাড় দিয়েছে সরকার। তাই আসছে কোরবানিতেও কাঁচা চামড়া প্রক্রিয়াজাত হবে হাজারীবাগ ও এর আশপাশের এলাকাতেই। এদিকে শিল্প মন্ত্রণালয়ের বক্তব্য, ঈদের পর আর ছাড় দেয়া হবে না। চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেয় সরকার। কারখানা স্থানান্তর না করা পর্যন্ত মালিকদের জরিমানার আদেশ দেন আদালত। তারপরও থেমে নেই কাঁচা চামড়ার প্রবেশ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতসহ সব কার্যক্রম। কারখানা মালিকরা বলছেন, সাভারে চামড়ার প্রাথমিক সংরক্ষণের শেড বানানো শেষ হয়নি। তাই সেখানে চামড়া সংরক্ষণের কার্যক্রম এখনও করা সম্ভব নয়। মালিকদের দাবি, মানবিক দিক বিবেচনা করে নিষেধাজ্ঞা শিথিল করেছে সরকার। নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি অস্বীকার না করে শিল্প মন্ত্রণালয় বলছে, ঈদের পর আর কোন ছাড় নয়। শিল্প মন্ত্রণালয় সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কাঁচা চামড়া ঢুকবে না সেরকম একটা নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে ওই নির্দেশনা আমরা একেবারে খুব কঠিনভাবে বাস্তবায়ন করছি না। তবে ঈদের পর আর কোন ছাড় নয়।’ শিথিলতার এমন সুযোগে এবারও কোরবানির চামড়া হাজারীবাগ ও এর আশপাশের এলাকাতেই প্রক্রিয়াজাত করা হবে বলেও জানান ব্যবসায়ীরা।
×