ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এস আলম পাওয়ারের বাণিজ্যিক উৎপাদন শুরু আজ

প্রকাশিত: ০৪:০৭, ২৮ আগস্ট ২০১৬

এস আলম পাওয়ারের বাণিজ্যিক উৎপাদন শুরু আজ

আজ রবিবার থেকে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব গোলাম মোহাম্মদ। তিনি বলেন, শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এটির বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, এ কোম্পানির মাধ্যমে ১৭ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুত উৎপাদিত হবে। এ বিদ্যুৎ কোম্পানির নিজস্ব কারখানায় ব্যবহার করা হবে। গোলাম মোহাম্মদ বলেন, ২ ইউনিটবিশিষ্ট এ কোম্পানিটির মাধ্যমে ১৭ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ২৪৭ কোটি টাকা। এর ফলে কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে প্রায় ১০৮ কোটি টাকা। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিল ৭০ শতাংশ শেয়ারের মালিক এস আলম পাওয়ার লিমিটেডের। -অর্থনৈতিক রিপোর্টার কেয়া কসমেটিকসের বোনাস লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। এনএভি হয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ নবেম্বর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২১ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×