ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডায়মন্ড লীগ, লুসানে অংশ নেননি কিংবদন্তি বোল্ট

টম্পসনের আরেকটি জয়

প্রকাশিত: ০৪:৩০, ২৭ আগস্ট ২০১৬

টম্পসনের আরেকটি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এখন পর্যন্ত রিও অলিম্পিকের রেশটাই কাটেনি। মাত্র চারদিন পেরোতেই লুসানে অনুষ্ঠিত হলো ডায়মন্ড লীগ মিট। তবে সর্বকালের সবচেয়ে গতিধর মানব জ্যামাইকার উসাইন বোল্ট আসেননি। এবার অলিম্পিকে আগের দুই আসরের সাফল্য ধরে রেখে তিনটি স্বর্ণপদক জিতেছেন। এ কারণে লুসানের দর্শকরা বোল্টকে ট্র্যাকে দেখার সুযোগটা পেলেন না। তবে মহিলাদের নতুন দ্রুততম মানবী সুযোগটা ছাড়েননি। লুসানে দৌড়ে আরেকটি জয় ছিনিয়ে এনেছেন এ্যালেইন টম্পসন। লুসানের ডায়মন্ড লীগ মিটে তিনি জিতেছেন ১০.৭৮ সেকেন্ড টাইমিংয়ে। আর বোল্টের অনুপস্থিতিতে ২০০ মিটারে হল্যান্ডের চুরান্ডি মার্টিনা জাতীয় রেকর্ড গড়ে এবং ১০০ মিটারে বোল্টের সতীর্থ আরেক জ্যামাইকান আসাফা পাওয়েল জয় পেয়েছেন। সদ্যসমাপ্ত রিও অলিম্পিকে চমক দেখিয়েছেন ২৪ বছর বয়সী টম্পসন। ক্যারিয়ারের প্রথম অলিম্পিকেই ডাবল জিতেছেন। মহিলাদের রিলেতে জ্যামাইকা অল্পের জন্য রৌপ্য জয় করাতে ট্রিপলের গৌরব হয়নি। সেই আক্ষেপটা এবার লুসানের ডায়মন্ড লীগে মিটিয়ে নিলেন। গত দুই অলিম্পিকেই ১০০ মিটারে জেতা সতীর্থ শেলী এ্যান ফ্রেজার-প্রাইসের একক আধিপত্য খর্ব করে তিনি ১০০ মিটারে স্বর্ণপদক জিতে বিশ্বের দ্রুততম মানবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রিও অলিম্পিকে। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত মর্যাদার অলিম্পিক শেষে প্রথম প্রতিযোগিতায় নেমেই জয় ছিনিয়ে এনেছেন জ্যামাইকান এ মহিলা স্প্রিন্টার। অলিম্পিকে জিতেছিলেন ১০.৭১ সেকেন্ড টাইমিং নিয়ে, তবে এবার ০.০৭ সেকেন্ড সময় বেশি নিয়েছেন তিনি। কিন্তু আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিশ্বের নতুন এ দ্রুততম মানবী। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের জেনা প্রাণদিনি ছিলেন অনেক পিছিয়ে। তিনি ১১.১১ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন। অবশ্য, রিও অলিম্পিকে যারা বোল্টকে দেখার সুযোগ পাননি সবাই খুব প্রত্যাশা নিয়েই লুসানের দিকে তাকিয়ে ছিলেন। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০, ২০০ ও ৪ী১০০ মিটার রিলেতে স্বর্ণ জয় করে বিশ্বের প্রথম এ্যাথলেট হিসেবে ঐতিহাসিক ট্রিপল-ট্রিপল জয়ের অভুতপূর্ব নিদর্শন সৃষ্টি করেন ‘বিদ্যুৎ’ বোল্ট। নিজেই নিজেকে ‘অমর’ ও ‘কিংবদন্তি’ ঘোষণা করেন তিনি। সেই বোল্ট লুসানের ট্র্যাকে অনুপস্থিত থাকলেন। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। অলিম্পিক সমাপ্তির দিন (২১ আগস্ট) ৩০তম জন্মদিন ছিল, এখন পর্যন্ত তা উদযাপন নিয়েই ব্যস্ত সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব। আপাতত কিছুদিন ট্র্যাকের বাইরে থেকে শরীরটাকে বিশ্রাম দিতেই মনোযোগী তিনি। এ কারণে বোল্ট নাম প্রত্যাহার করে নেন লুসান থেকে। সেই সুযোগে ডাচ্ তারকা চুরান্ডি ১৯.৮১ সেকেন্ড টাইমিং নিয়ে জিতেছেন ২০০ মিটারে। এটি হল্যান্ডের পক্ষে জাতীয় রেকর্ড। আর বোল্টের জ্যামাইকান সতীর্থ পাওয়েল ১০০ মিটারে ৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ব্যক্তিগত রেকর্ড ৯.৭২ টাইমিং এই ট্র্যাকেই করেছিলেন পাওয়েল ২০০৮ বেজিং অলিম্পিকের পরই।
×