ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

ইরানের মুখোমুখি আজ স্বাগতিক বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ২৭ আগস্ট ২০১৬

ইরানের মুখোমুখি আজ স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ শনিবার পর্দা উঠছে ‘এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ ফুটবল আসরের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। এতে মুখোমুখি হবে বেলা ১১ টায় চাইনিজ তাইপে-কিরগিজস্তান, দুপুর ৩টায় সংযুক্ত আরব আমিরাত-সিঙ্গাপুর এবং সন্ধ্যা ৬টায় স্বাগতিক বাংলাদেশ-ইরান। শেষের ম্যাচ বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে। জিততে হলে কি চাই বলুন তো? পরিকল্পনা, চেষ্টা, পরিশ্রম, ধৈর্য ... আর কিছু বাদ পড়ে গেল কি? হ্যাঁ, বাদ পড়েছে। মনোবল। যার প্রতিশব্দ হচ্ছে হিম্মত, পরাক্রম, সহনশক্তি, অধ্যবসায়, কষ্টসহিষ্ণু। এই মানবিক অনুভূতির লেশমাত্রও আজ থেকে সাত-আট বছর আগে ছিল না বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের। একই অবস্থা ছিল বিভিন্ন বয়সভিত্তিক মহিলা দলগুলোরও। আর থাকবেই বা কিভাবে? প্রতি ম্যাচেই যদি নামতা গুণে হালি হালি গোল হজম করতে হয়, তাহলে আত্মবিশ্বাস কোথায় থাকবে বলুন! হারার আগেই মানসিকভাবে ম্যাচে হেরে যেত বাংলাদেশের মেয়েরা। মনোবল দিয়ে কি অসাধ্য সাধন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বাংলাদেশ অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল অন্তত সেটা প্রমাণ করেছে, দুবার। তারও পাঁচ মাসের ব্যবধানে। গত বছরের ডিসেম্বরে নেপালে এবং এ বছরের মেতে তাজিকিস্তানে ‘এফসি অনুর্ধ ১৪ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা। এবার নিজেদের প্রমাণ করার পালা বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা জাতীয় ফুটবল দলের। গত তিন মাস ধরে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে অনুশীলন করছে মেয়েরা। এ পর্যন্ত তিন প্রস্তুতি ম্যাচ খেলে সবই জিতেছে তারা যথাক্রমে ৯-১, ৬-১ এবং ৬-০ গোলে। প্রতিপক্ষ দলটি ছিল বাছাই করা একটি দল, যে দলে জাতীয় বা সিনিয়র দলের একাধিক ফুটবলার ছিল ছোটনের চূড়ান্ত দলে আছে নেপাল সফরের ৭ এবং তাজিকিস্তান সফরে যাওয়া ১২ ফুটবলার। ২০১৫ বছরের ২২ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ ১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনুর্ধ ১৪ বালিকা ফুটবল দল টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছিল ইরানকে ২-০ গোলে হারিয়ে। একটি করে গোল করেছিল অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবং মারজিয়া। এই দুজনই এবার আছেন অনুর্ধ ১৬ দলেও। কৃষ্ণা এবারও অধিনায়ক। তবে অনুর্ধ ১৬ লেভেলে একবার ইরানের কাছে হেরেছে বাংলাদেশ। সেটা ২০১৪ ২৩ অক্টোবরে, ঢাকায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে আগে গোল করেও ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ (ওই আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ইরান এবং কোয়ালিফাই করেছিল মূলপর্বে, বাংলাদেশ হয়েছিল তৃতীয়)। ওই ম্যাচের খলনায়িকা ছিলেন অস্ট্রেলিয়ান মহিলা রেফারি ক্যাথারিন মার্গারিটা জ্যাকুইস। তার ত্রুটিপূর্ণ রেফারিংয়ের কারণেই সেদিন কেঁদেছিল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার এই টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ ইরানের বিপক্ষে। নিঃসন্দেহে তারা শক্তিশালী। তবে আমরাও তাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি। জয়ের জন্যই আমরা মাঠে নামব। গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে ইরানকে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ অধিনায়ক কৃষ্ণার ভাষ্য, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। আশা করি জিতব।’ ইরানের কোচ সাদী মাহিনী বলেন, ‘বাংলাদেশে আবারও আসতে পেরে খুশি। গতবার (২০১৪) বাংলাদেশ কোয়ালিফাই না করলেও দুর্দান্ত খেলেছিল। গতবার আমাদের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। এবার তাদের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ। ফুটবল ৯০ মিনিটের খেলা। এখানে যেকোন কিছুই ঘটতে পারে। যারা ভাল খেলবে, জিতবে তারাই।’ তিনি আরও জানান, গত মেতে তাজিকিস্তান সফরে অনুর্ধ ১৪ দলের, ২০১৪ বাংলাদেশ সফরের বেশ কিছু খেলোয়াড় বর্তমান দলেও আছে। এছাড়া নতুন কিছু খেলোয়াড়ও যোগ হয়েছে। সবশেষে মাহিনী বলেন, ‘বাংলাদেশে এসে ২০১৪ আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশা করি এবারও তার ব্যত্যয় হবে না।’ আজকের ম্যাচেও মনোবল ধরে রেখে জানবাজি লাগিয়েই বাংলাদেশের মেয়েরা খেলবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।
×