ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অপেক্ষায় ‘অধিনায়ক’ ব্রেথওয়েট

প্রকাশিত: ০৬:৫৬, ২৫ আগস্ট ২০১৬

অপেক্ষায় ‘অধিনায়ক’ ব্রেথওয়েট

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজটা জমজমাট হবে বলে আশা করছেন কার্লোস ব্রেথওয়েট। সম্প্রতি ড্যারেন সামিকে সরিয়ে ছোট্ট ফরমেটে তার কাছে ক্যারিবীয়দের নেতৃত্ব তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। শনিবার ভারতের সঙ্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ দিয়ে শুরু নতুন অধ্যায়। যেটি আবার অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী মার্কিনমুলুকের লাডারহিলে। ব্রেথওয়েট তাই আরও আনন্দিত, ‘এটা দারুণ বিষয় যে ইউএসএ-তে আমরা এমন একটি সিরিজ খেলতে যাচ্ছি। যেখানে প্রতিপক্ষ ভারত, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) সুবাদে এখানে আমাদের অনেক সমর্থক রয়েছে। আশা করছি তারা মাঠে আসবেন। চমৎকর একটা সিরিজই হতে যাচ্ছে।’ ভারতে অনুষ্ঠিত গত টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে টানা চার ছক্কা হাঁকিয়ে উইন্ডিজকে দ্বিতীয় শিরোপা এনে দেন ব্রেথওয়েট। ৩৬ রানের অবিশ্বাস্য ইনিংসটির জন্য রাতরাতি তারকা বনে যান। তারই ফল এই নেতৃত্ব। দু-দুটি বিশ্বজয়ী সেনাপতি সামিকে সরিয়ে তাকে গুরুদায়িত্ব দেয়া হয়। ব্রেথওয়েট আরও বলেন, ‘সামি আমাকে অভিনন্দন জানিয়েছে। এই দায়িত্বটা বড় একটি চ্যালেঞ্জ। তবে সে আমাকে আশীর্বাদ করেছে এবং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সমর্থন দিয়েছে। তার একান্ত সমর্থনে আমি দায়িত্বটা সহজভাবে নিতে পারছি।’ সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রেথওয়েট আরও যোগ করেন, ‘আমি এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করিনি। তবে নেতৃত্বের বিষয়ে এখন সবাইকে সহজভাবেই বলতে পারছি। নতুন ভূমিকা মাঠে নামতে মুখিয়ে আছি।’ ব্রেথওয়েট বলেন, ‘সামির দৃঢ় সমর্থন আমার মাঝে আলাদা আত্মবিশ্বাস যোগাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে, সিনিয়র খেলোয়াড়দের কাছে সামিকে আমার প্রশংসা করতে দেখেছি। এজন্য তার প্রতি কৃতজ্ঞ। আমরা টি২০’র চ্যাম্পিয়ন, দলে বড় কোন পরিবর্তনে চাই না। সবাই অনেক পরিপক্ব। প্রত্যেকেই পেশাদার খেলোয়াড় এবং জানি সামনের দিনগুলোতে কি করতে হবে।’
×