ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিকের বাজে মুহূর্ত...

প্রকাশিত: ০৬:২৭, ২৪ আগস্ট ২০১৬

অলিম্পিকের বাজে মুহূর্ত...

লোচেটের সাজানো নাটক রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অর্জন সবচেয়ে বেশি। ১২১ পদক পেয়েছে তারা। তাদের ধারে কাছে নেই কোন দেশ। সাফল্য সবাইকে ছাপিয়ে গেলেও সবচেয়ে বাজে উদাহরণও দেখিয়েছেন মার্কিনরাই। ডাকাতি নাটক সাজিয়ে আলোচনায় উঠে আসেন অলিম্পিকের ১২ বারের স্বর্ণজয়ী সাঁতারু রায়ান লোচেট। এর খেসারতও দিয়ে চলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এ সাঁতারুর পাশ থেকে এরই মধ্যে চার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সরে দাঁড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্তটি জানিয়েছে সাঁতারের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পিডো এ্যান্ড ফ্যাশন ল্যাবেল রালফ লরেন। অলিম্পিক গেমস চলাকালে রাত বাইরে কাটিয়ে ভিলেজে ফেরার পর ডাকাতির মিথ্যা অভিযোগ করেন লোচেট। এরপর ফেঁসে যান তিনি। অবশ্য অনুতপ্ত লোচেট এজন্য ক্ষমাও চেয়েছেন। হোপ সোলোর বাজে হার ফুটবলে মেয়েদের কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় শীর্ষ ফেবারিট যুক্তরাষ্ট্র। এর ফলে আরও একবার স্বর্ণ জয়ের স্বপ্ন বিলীন হয়ে যায় অলিম্পিক ও মহিলা ফুটবলের সেরা দেশটির। অপ্রত্যাশিত ওই হারের পর যুক্তরাষ্ট্রের তারকা গোলরক্ষক হোপ সোলো বলেন, আমরা একদল ভীরুর (কাওয়ার্ড) বিরুদ্ধে খেললাম। ম্যাচে যারা কেবল প্রতি আক্রমণের কথা ভাবছিল। আপসোস নিয়েই কথাগুলো বলেছেন ৩৫ বছর বয়সী মার্কিন গোলরক্ষক। কেননা ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সুইডিশদের অতিমাত্রায় রক্ষণাত্মক কৌশলের কাছে হার মানতে হয় তাদের। অপ্রত্যাশিত হারটা তাই কিছুতেই মেনে নিতে পারেননি মার্কিন মেয়েরা। শিহাবীর অখেলোয়াড়সুলভ আচরণ মিসরের জুডো খেলোয়াড় ইসলাম আল শিহাবী অখেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করে সমালোচিত হয়েছেন। ১৯৮২ সালে জন্ম নেয়া এই জুডোকা রিও অলিম্পিকে +১০০ কেজি ওজনশ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু প্রথম রাউন্ডেই বাদ পড়েন তিনি। খারাপ করায় বেজায় মন খারাপ ছিল শিহাবীর। এ কারণে ম্যাচ শেষে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাজে আচরণ করেন এবং হ্যান্ডশেকও করেননি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় শিহাবীকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও তাকে ধিক্কার জানিয়েছে। লাভিলেনির ক্ষোভ রিও গেমসের এ্যাথলেটিক্সে স্বাগতিক ব্রাজিলকে প্রথম স্বর্ণপদক উপহার দেন পোলভল্টার থিয়াগো ব্রাজ দ্য সিলভা। ৬.০৩ মিটার উচ্চতা পেরিয়ে যান সিলভা, যা তার আগের ব্যক্তিগত রেকর্ডের চেয়েও ১০ সেন্টিমিটার বেশি। এ ইভেন্টে রৌপ্যপদক জেতেন বিশ্বরেকর্ডের মালিক ফ্রান্সের রেনো লাভিলেনি। কিন্তু স্বর্ণ জয়ে ফেবারিট ছিলেন তিনিই। স্বাগতিক দর্শকদের বাজে আচরণের কারণে এটি হয়নি বলে মনে করেন অনেকে। এ প্রসঙ্গে লাভিলেনি বলেন, মনে হচ্ছিল যেন ব্রাজিল ফুটবল দল মাঠে খেলছে। কিন্তু এটা ছিল ট্র্যাক এ্যান্ড ফিল্ডের একটা ব্যক্তিগত ইভেন্ট। এখানে লাফের সময় বিদ্রুপ ধ্বনি মানায় না। উল্লেখ্য, লাভিলেনি শেষ লাফ দেয়ার সময় গ্যালারির দর্শকরা দুয়োধ্বনি দেন। ঘাতক যখন ইনজুরি অনেকের মনের কোণে ছিল পদক জয়ের রঙিন স্বপ্ন। কিন্তু ঘাতক ইনজুরির কারণে অনেক এ্যাথলেটেরই স্বপ্নভঙ্গ হয়েছে। এর মধ্যে অন্যতম ফান্সের জিমন্যাস্ট সামির আইট, হল্যান্ডের সাইক্লিস্ট আনেমিক ভ্যান ভøুটেন, অস্ট্রেলিয়ান রেসলার টালগাট ইলিসভসহ অনেকে।
×