ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে নর্দার্ন জুটস

প্রকাশিত: ০৩:৪৫, ২৪ আগস্ট ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে নর্দার্ন জুটস

আবারও দরবৃদ্ধির শীর্ষে ফিরে এসেছে পাট খাতের কোম্পানি নর্দার্ন জুটস। সরকার পাট খাতের বিশেষ প্রণোদনা দেবে এবং আগামীতে ঘোষণা করতে যাওয়া লভ্যাংশকে কেন্দ্র করে কোম্পানিটির চাহিদা বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ ৮.৭ শতাংশ দর বেড়ে দাঁড়ায় ৩৪২.৬০ টাকায়। আগের দিনে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৩১৫.১০ টাকা। দিনটিতে মোট ৫৩ হাজার ২০৮টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ লাখ ৮৫ হাজারটি। এর মধ্যে ৩১.২১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩০ শতাংশ ইসলামিক ডেভেলমপমেন্ট ব্যাংক ও ৩৮.৭৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। দরবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে এমবে ফার্মা ৭.৪ শতাংশ, রহিম টেক্সটাইল ৬.৮ শতাংশ, মিথুন নিটিং ৬.৩৬ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার মুনাফা বেশি দেখিয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করে ৯৩ লাখ ৫১ হাজার ৮৮০ টাকার বেশি মুনাফা দেখিয়েছে। ২০১৫ সালের হিসাবে এ পরিমাণ মুনাফা বেশি দেখানো হয়েছে বলে কোয়ালিফাইড মন্তব্য করেছে কোম্পানিটির নিরীক্ষক। মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাবের ২২ নং নোটে ৯৩ লাখ ৫১ হাজার ৮৮০ টাকার বোনাস লভ্যাংশকে আয় হিসাবে দেখানো হয়েছে। যাতে একই পরিমাণ মুনাফা বেশি দেখানো হয়েছে বলে নিরীক্ষকের মন্তব্য। আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) অনুযায়ী, বোনাস লভ্যাংশ অন্যান্য ব্যাপক আয় হিসাবে দেখাতে হয়। তবে ইস্টার্ন ইন্স্যুরেন্স বোনাস লভ্যাংশকে মূল আয়ের মধ্যে দেখিয়েছে। যাতে করপরবর্তী মুনাফা বেশি দেখানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×