ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আর নেই

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ আগস্ট ২০১৬

বীর মুক্তিযোদ্ধা  আবুল হাসেম আর নেই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার উত্তর মেদিনীম-ল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম (৬৫) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। একাত্তরের রণাঙ্গনের এ অকুতোভয় যোদ্ধা অসংখ্য সতীর্থ-স্বজনদের শোক সাগরে ভাসিয়ে দুপুর দুপুর ১টা ১০ মিনিটে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। হৃদরোগ এবং কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আকস্মিকভাবে তার অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরোপকারী ও সদালাপী এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। সহযোদ্ধাসহ স্বজনরা শেষ শ্রদ্ধা জানাতে তার ঢাকার দক্ষিণ গোড়ানের বাসভবনে ছুটে যান। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ছোট ভাই আব্দুল হক শনিবার রাত ৩টায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। রবিবার মেদিনীম-ল কবরস্থানে আব্দুল হককে দাফন করা হয়েছে। মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে আবুল হাসেমও চিরনিদ্রায় শায়িত হলেন। এদিন রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বাদ এশা ঢাকার দক্ষিণ গোড়ান বাগানবাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় তালতলা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। পর পর দু’ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুব-উল-আলম বাহার, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি লায়ন এম মিজানুর রহমান খান ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বাদ আছর ঢাকার দক্ষিণ গোড়ানে তার নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।
×