ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছেন স্বর্ণ জয়ী মার্গারিটা?

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৬

বাংলাদেশে আসছেন স্বর্ণ জয়ী মার্গারিটা?

স্পোর্টস রিপোর্টার ॥ মার্গারিটা মামুন এখন আলোচিত নাম। রিও অলিম্পিকের জিমন্যাস্টিক্সে স্বর্ণ জিতেছেন বাংলাদেশী বাবা ও রুশ মায়ের এই সন্তান। তাকে ঘিরে আগ্রহটা এবার আরও উস্কে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ওর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের দুইদিন পর মস্কোর অদূরে গত বছর এই সময়ে তাদের (মার্গারিটা ও তার পরিবার) সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। মামুন ভাই কথা দিয়েছেন, অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন। তখন বাংলার বাঘিণীর জন্য ফুলের তোড়াটা নিশ্চয়ই আরও বড় হবে।’ ফেসবুক পেইজের পোস্টের সঙ্গে ওই নৈশভোজে মার্গারিটার সঙ্গে তোলা দুটি ছবিও যুক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত বছর মস্কো সফরকালে মার্গারিটা ও তার পরিবারের সঙ্গে নৈশভোজ করেন শাহরিয়ার। রিও অলিম্পিকের পঞ্চদশ দিনে স্বর্ণজয়ের পর ২০ বছর বয়সী রুশকন্যা বলেছিলেন, তার এই সাফল্য দুই দেশের জন্য। রাশিয়ার মস্কোতে জন্ম নেয়া মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুন পেশায় মেরিন প্রকৌশলী, পরিবার নিয়ে রাশিয়াতেই থিতু হয়েছেন তিনি। মা রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন মার্গারিটা। রিদমিক জিমন্যাস্টিক্সে রাশিয়ায় বেশ কয়েক বছর ধরে আলোড়ন তোলা মার্গারিটা ‘দ্য বেঙ্গল টাইগার’ নামে পরিচিত। এই উপাধি তাকে তার কোচ ও স্থানীয়রা দিয়েছেন। তবে রিওতে শক্তি দিয়ে নয়, মার্গারিটা প্রতিপক্ষদের ঘায়েল করেন হুপ, বল, ক্লাব ও রিবন এই চার রুটিনে অনবদ্য ক্রীড়াশৈলী দেখিয়ে। স্বর্ণ জিতে ইতিহাস গড়ার পথে তিনি পেছনে ফেলেন ফেবারিট ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বদেশী ইয়ানা ক্লুদিয়েভৎসেভাকে। পদক জয়ের পর তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের কথাও উঠে আসে ‘আমি এটা জেনে খুব খুশি যে বাংলাদেশের অনেক ভক্ত আমাকে সমর্থন করছে।’ মজা করে তিনি আরও যোগ করেন, ‘আমি বাংলায় ১ থেকে ১০ পর্যন্ত গুনতে পারি। যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে বাংলা শেখাতেন; কিন্তু আমি এখন সেসব ভুলে গেছি। তবে বাংলাদেশকে ভালবাসি।’ মায়ের কাছে হাতেখড়ি মার্গারিটার প্রথম ক্লাব স্থানীয় গাজপ্রম। ২০০৪ সালে মাত্র ৯ বছর বয়সে রাশিয়ার জাতীয় পর্যায়ে প্রতিধিত্ব করার সুযোগ পান প্রতিভাবান এই জিমন্যাস্ট। ২০১১, ২০১২ ও ২০১৩ টানা তিনবার রাশিয়ান চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আন্তর্জাতিক গ্রান্ডপ্রিক্স ফাইনালের শিরোপা এগারো বার! ২০১৩ ও ২০১৫-তে চারবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাতবার ওয়াল্ড চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করে ২০১৩ সালে প্রথমবার উঠে আসেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। মাঝে দুইয়ে নেমে গেলেও গত মাসে আবার শীর্ষে ফেরেন।
×