ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বক্সিংয়ে কিউবার হ্যাটট্রিক সোনা

প্রকাশিত: ০৬:৫২, ২২ আগস্ট ২০১৬

বক্সিংয়ে কিউবার হ্যাটট্রিক সোনা

স্পোর্টস রিপোর্টার ॥ দেশকে তৃতীয় সোনা এনে দিলেন কিউবার বক্সার আরলেন লোপেজ। পয়েন্টের ব্যবধানে তিনি উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভকে হারিয়ে মিডলওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের ৮৬ কেজি শ্রেণীর কুস্তিতে রাশিয়ার আব্দুল রশিদ সাদুলায়েভ, ১২৫ কেজি ফ্রিস্টাইলে তুরস্কের তাহা আকগুল স্বর্ণ জয় করেন। আর তায়কোয়ান্দোর +৮০ কেজি শ্রেণীতে নাইজারের প্রথম অলিম্পিক খেতাব জয়ের আশা শেষ করে দিয়েছেন রাদিক ইসায়েভ। এটি ছিল রিওতে আজারবাইজানের প্রথম স্বর্ণ। আর মহিলাদের +৬৭ কেজি শ্রেণীর তায়কোয়ান্দোতে চীনের ঝেং শুইন স্বর্ণ জিতেছেন। মহিলাদের +৬৭ কেজি শ্রেণীর তায়কোয়ান্দোতে জেতার জন্য বেশ উন্মত্ত ছিলেন ঝেং। কারণ তার প্রেমিক ঝাও শুয়াই এবারই স্বর্ণ জিতেছেন পুরুষদের ৫৮ কেজি ক্যাটাগরিতে। সে কারণে অনুপ্রাণিত ছিলেন ঝেং। ফাইনালে ৫-১ পয়েন্টে মেক্সিকোর মারিয়া ডেল রোজারিও এসপিনোজাকে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন ঝেং। এ দু’জনই শুধু এবার রিও অলিম্পিকের তায়কোয়ান্দোতে চীনকে স্বর্ণপদক এনে দিয়েছেন। পুরুষদের +৮০ কেজি ক্যাটাগরির তায়কোয়ান্দোতে স্বর্ণ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল আফ্রিকান দেশ নাইজার। কখনও দেশটি স্বর্ণ জিততে পারেনি অলিম্পিকে। এবারও সেটা ফঁসকে গেছে আজারবাইজানের ইসায়েভের কারণে। ১৯৭২ সালে একমাত্র অলিম্পিক পদক হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন দেশটি বক্সিংয়ে। ফাইনালে তিনি ৬-২ পয়েন্টে হারিয়ে দেন নাইজারের আব্দুল রাজাক ইসুফু আলফাজাকে। চলতি অলিম্পিকে এটিই ছিল আজারবাইজানের প্রথম স্বর্ণ। দেশটি ৪ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ জিতে বেশ ভাল নৈপুণ্যই দেখিয়েছে।
×