ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:২৭, ২২ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে দুই বাজারেই লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৮ শতাংশ লেনদেন কমেছে। তবে লেনদেন কমলেও অবকাঠামো খাতের কোম্পানিগুলো বিশেষ করে সিমেন্ট খাতের শতভাগ কোম্পানিরই দর দিনটিতে বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল টিউবস, আমান ফিড, মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, কাসেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ডাইং, ন্যাশনাল টিউবস, মেঘনা সিমেন্ট, জিকিউ বলপেন, আরামিট সিমেন্ট, এমআই সিমেন্ট, ফেডারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার টেক, আইপিডিসি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ৮ম আইসিবি, সোনারগাঁও টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, এমবে ফার্মা, রহিমা ফুড, ফার্মা এইড, জুটস স্পিনার্স, লিব্রা ইনফিউশন ও নদার্ন জুটস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×