ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিন্ডের সঙ্গে মার্জারে যেতে পারে প্রাক্সায়ার

প্রকাশিত: ০৪:০৮, ১৮ আগস্ট ২০১৬

লিন্ডের সঙ্গে মার্জারে যেতে পারে প্রাক্সায়ার

বিশ্বের অন্যতম শীর্ষ দুই গ্যাস ব্যবসায় প্রতিষ্ঠান জার্মানির লিন্ডে এজি এবং যুক্তরাষ্ট্রের প্রাক্সায়ার ইনকর্পোরেশন একীভূত (গবৎমব) হতে পারে। মার্জার তথা একীভূতকরণ বিষয়ে কোম্পানি দুটি আলোচনা শুরু করেছে। তবে এখন পর্যন্ত বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। খবরে বলা হয়, মার্জারের বিষয়ে কোম্পানি দুটি গোপনে বেশ কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে উভয় কোম্পানি পৃথক বিবৃতি দিয়ে মার্জারের আলোচনা শুরুর বিষয়টি স্বীকার করে নেয়। বিবৃতিতে লিন্ডে বলে, একীভূতকরণ বিষয়ে প্রাক্সায়ারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন অগ্রগতি হয়নি বা চুক্তি সই করার মতো অবস্থায়ও পৌঁছায়নি। -অর্থনৈতিক রিপোর্টার আসল নোটের চিত্র প্রচারের নির্দেশ দেশের সব তফসিলী ব্যাংকগুলোকে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ইস্যু প্রশাসন শাখার অধীন ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে মঙ্গলবার এ নির্দেশ জারি করা হয়। এতে দেশের সকল ব্যাংকের যেসব শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য টিভি মনিটর আছে সেসব টিভি মনিটরে ঈদ-উল-আজহার পূর্ব পর্যন্ত আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্রের প্রচার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা প্রশাসন হতে কোরবানির পশুর অনুমোদিত হাটের তালিকা পাওয়ার পর তদানুযায়ী নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের জন্য তফসিলী ব্যাংকগুলোকে দায়িত্ব দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×