ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেমিনি সী ফুডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৩০, ১৭ আগস্ট ২০১৬

জেমিনি সী ফুডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ ক্যাশ লভ্যাংশ। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৭১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৭ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোঃ নাসির উদ্দিন চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নাসির উদ্দিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ শেয়ার কিনবেন। এ উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×