ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়ে আরেকটি স্বর্ণপদক লিডেকির

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ আগস্ট ২০১৬

বিশ্বরেকর্ড গড়ে আরেকটি স্বর্ণপদক লিডেকির

স্পোর্টস রিপোর্টার ॥ কিশোরী থাকতেই অনেকগুলো বিশ্বরেকর্ড গড়েছিলেন। দূরপাল্লার ফ্রিস্টাইলে সম্রাজ্ঞীর মুকুট পরার পর নিজেরই বিশ্বরেকর্ড নিজেই কয়েকবার ভেঙ্গেছেন। এবার রিও অলিম্পিকে বেশ পরিণত এক সাঁতারু হিসেবে অংশ নেয়া কেটি লিডেকির দিকে সে কারণে সবারই ছিল বিশেষ দৃষ্টি। সেই প্রত্যাশা পূরণ করে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী এ মার্কিন তরুণী। রিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টের শেষ প্রতিযোগিতা ছিল ৮০০ মিটার ফ্রিস্টাইল। মাত্র ৭ মাস আগে নিজেরই গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিয়ে জিতেছেন আরেকটি স্বর্ণপদক। ডেবি মেয়ারের পর একই অলিম্পিকে ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলেন লিডেকি। আগেই তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য জিতেছেন লিডেকি। প্রত্যাশিত সাফল্য দেখিয়ে জিতেছেন ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইল এবং ৪ল্প২০০ মিটার ফ্রিস্টাইল রিলের স্বর্ণপদক। তবে ৪ল্প১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এটিতেই তার দারুণ টাইমিংয়ের কারণে মার্কিন মহিলা সাঁতারুর দলটি জাতীয় রেকর্ড গড়ে ফেলে। আর ২০০ মিটারে তিনি ব্যক্তিগত সেরা টাইমিং গড়ে স্বর্ণপদক ছিনিয়ে আনেন। এই ইভেন্টের হিটেই অলিম্পিক রেকর্ড গড়েন। এবার দ্বিতীয় অলিম্পিকে অংশগ্রহণ এই বিস্ময় তরুণীর। ৪০০ মিটারের হিটে অলিম্পিক রেকর্ড গড়ার পর ফাইনালে গিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করে স্বর্ণ জেতেন লিডেকি। আর ৮০০ মিটারে আগেই কয়েকটি বিশ্বরেকর্ড গড়েছিলেন। এ কারণে এবারও তিনি এই ইভেন্টের অন্যতম ফেবারিট সেটা আগেভাগেই নিশ্চিত ছিল। সেটা তিনি পুলে নামার পর সত্য করলেন। ৮ মিনিট ৪.৭৯ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতার পর নতুন বিশ্বরেকর্ড জন্ম নিল। ৭ মাস আগে নিজের গড়া বিশ্বরেকর্ডটাকে তিনি এবার ২ সেকেন্ড পেছনে ফেলেছেন। আর পেছনে ছিলেন জ্যাজমিন কার্লিন। ব্রিটেনের এ তরুণী লিডেকির চেয়ে ১১.৩৮ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জিতেছেন। হাঙ্গেরির বোগলারকা কাপাস জিতেছেন ব্রোঞ্জ। সবমিলিয়ে পেশাদার সাঁতারু হিসেবে ক্যারিয়ার শুরুর পর থেকেই একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে গেছেন লিডেকি। বর্তমানে তিনি বিশ্বের ১৩টি দ্রুততম টাইমিংয়ের অধিকারী। এবার চারটি স্বর্ণপদক জেতার মাধ্যমে তিনি সবমিলিয়ে ১১টি স্বর্ণপদক নিজের গলায় ঝুলিয়েছেন মাত্র ১৯ বছর বয়সেই। এর মধ্যে ৭টি তিনি জিতেছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে। এটি এখন যে কোন মহিলা সাঁতারুর ক্ষেত্রে নতুন রেকর্ড। রিও অলিম্পিকে নিজের শেষ ইভেন্টে জয়ের পর লিডেকি বললেন, ‘অনেক মজার সময় কেটেছে। চার বছরের যাত্রাটা অবশেষে সমাপ্ত হলো। আমি জানতাম না এমন নৈপুণ্য দেখানো সম্ভব হবে কিনা। কিন্তু এখনও বলছি যে কোন কিছুই করা সম্ভব।’
×