ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’

প্রকাশিত: ০৭:০৩, ১১ আগস্ট ২০১৬

শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬।’ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘ম্যাজিক’ এবং মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’-এর নেমোনিক উন্মোচন ও প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দেয়ার পাশাপাশি প্রতিযোগিতার প্রমোশনাল ভিডিও এবং বাংলা লোকগানের সমৃদ্ধ ঐতিহ্য, যুগস্রষ্টা শিল্পী, সাম্প্রতিক প্রবণতার ওপর একটি তথ্যবহুল অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, মাছরাঙা টেলিভিশনের এজিএম (এ্যাকাউন্টস এ্যান্ড ফিন্যান্স) সারোয়ার হোসেন, প্রতিযোগিতার বিচারক ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী, শফি ম-ল, সঙ্গীতশিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, দেবপ্রসাদ দে, শাহনাজ বেলী প্রমুখ। জানা গেছে, গত ৮ আগস্ট থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন এবং ফোন কলের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮০০০৮৮৮০০০। আর অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ম্যাজিক বাউলিয়ানা ওয়েবসাইটে- িি.িসধমরপনধঁষরধহধ.পড়স। বাংলাদেশকে প্রতিযোগিতার ১০ অঞ্চলে ভাগ করা হবে। এই সময়ের বেশ ক’জন খ্যাতি মান বাউল শিল্পী এই ১০ অঞ্চল থেকে ৪০ শিল্পীকে প্রাথমিকভাবে নির্বাচন করবেন। এরপর গ্রুমিং সেশন শেষে ৪০ জনকে নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড। পর্যায়ক্রমে প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন সেরা তিন শিল্পী যারা হবেন- ‘ম্যাজিক বাউলিয়ানা’ বিজয়ী।
×