ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখন বিদায়ের শঙ্কায় ব্রাজিল!

প্রকাশিত: ০৬:৩৮, ৯ আগস্ট ২০১৬

এখন বিদায়ের শঙ্কায় ব্রাজিল!

স্পোর্টস রিপোর্টার ॥ একি দশা ব্রাজিলের! নিজ দেশে চলমান রিও অলিম্পিকের পুরুষ ফুটবলে স্বর্ণ জয়ের স্বপ্ন বুনছে সেলেসাওরা। কিন্তু এখন স্বর্ণ দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ায় শঙ্কায় পড়েছে নেইমাররা। ‘এ’ গ্রুপে টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র করে নির্লজ্জ ব্যর্থতার স্বাক্ষর রেখেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের যুবারা। এবার ফেবারিট হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছে ব্রাজিল। কিন্তু এখন পর্যন্ত জয় দূরে থাক, একটি গোলও করতে পারেননি নেইমাররা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে যুদ্ধবিধ্বস্ত ইরাকের সঙ্গেও অভিন্ন থেকেছে স্কোরলাইন। বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যে কারণে এবারও সমর্থকদের দুয়োধ্বনি শুনতে শুনতে মাঠ ছাড়তে হয়েছে নেইমার, গ্যাব্রিয়েলদের। অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো স্বর্ণ জয় তো দূরের কথা, টানা দুটি ড্রয়ের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা ভর করেছে ব্রাজিল শিবিরে। ১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিকে প্রথম দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ফুটবল ইতিহাসের সেরা সাফল্যের দলটি। এই ড্রয়ে ব্রাজিলের ভাগ্য অনেকটাই অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে গেল। ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচটা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে ডেনমার্কের বিপক্ষে। আর ইরাকের ম্যাচ সবচেয়ে দুর্বল দল, ১ পয়েন্ট নিয়ে শেষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। শুধু তাই নয়, ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ স্কোর হলে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে। এমন অবস্থায় শেষ ম্যাচটিতে জয়ের বিকল্প নেই নেইমারদের। ব্রাজিল জিততে না পারলেও প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে শেষ আটে খেলার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে দিয়াগো ম্যারাডোনার দেশের যুবারা। সোমবার ভোরে ‘ডি’ গ্রুপের ম্যাচে আলজিরিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে হন্ডুরাসকে একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দারুণ ফর্মে থাকা পর্তুগাল। কিছুদিন আগে ইউরো জেতা পর্তুগীজ যুবারা প্রথম ম্যাচে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে নাইজিরিয়া। তারা দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে। প্রথম ম্যাচে সুপার ঈগলসরা হারিয়েছিল জাপানকে। জাপান-কলম্বিয়ার মধ্যকার গ্রুপের আরেক ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ব্রাসিলিয়ায় পুরো ম্যাচেই ব্রাজিলের অধিনায়ক নেইমারকে কড়া মার্কিংয়ে রাখেন ইরাকের ফুটবলাররা। পাশাপাশি সময় নষ্ট করার প্রবণতাও দেখা যায় তাদের মধ্যে। ম্যাচে এক তরফা প্রাধান্য বিস্তার করে খেলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিশেষ করে খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে জয় সূচক গোল করার দারুণ সুযোগ পেয়েছিলে রেনাটো আগুস্টো। কিন্তু গোলপোস্টের সামনে একবারে ফাঁকায় বল পেয়েও সেটা জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ইরাককে নিজেদের গোলে মাত্র এক শটেই আটকে রাখতে পারে ব্রাজিল। অন্যদিকে ইরাকের গোলে ১৮ বার শট নেয়।
×