ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজেএমসির তত্ত্বাবধানে আলীম জুট মিলে নতুন করে উৎপাদন শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ৮ আগস্ট ২০১৬

বিজেএমসির তত্ত্বাবধানে আলীম জুট মিলে নতুন করে উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার আটরা শিল্পাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস মালিকানা সংক্রান্ত জটিলতায় বন্ধ থাকার র্দীর্ঘ ১৪ মাস পর পুনরায় চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতায় বন্ধকৃত এই জুট মিলটি শনিবার বিজেএমসির তত্ত্বাবধানে উৎপাদন শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মিলটি রাষ্ট্রীয় মালিকানায় নতুন করে উৎপাদনে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাটমন্ত্রী এমাজউদ্দিন প্রামানিক, পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ যারা মিল চালুর ব্যাপারে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিকরা। আলীম জুট মিলের উৎপাদন শুরু উপলক্ষে শনিবার সকালে মিল অভ্যন্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলের উপমহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) আনোয়ারুল হক তালুকদারের সভপতিত্বে এবং শ্রমিকনেতা জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। এই সরকারের পরিকল্পনা হচ্ছে দেশের হারিয়ে যাওয়া পাট শিল্পকে বাঁচিয়ে রাখা। তিনি এই মিলের শ্রমিকদের উদ্যেশে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও উদারতার জন্য মিলটি আজ আবারও বিজেএমসির আওতায় উৎপাদন শুরু করতে যাচ্ছে।
×