ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদেশী তিন জঙ্গীগোষ্ঠীর ৩২ সংগঠনে অর্থায়ন

প্রকাশিত: ০৫:৫৯, ৮ আগস্ট ২০১৬

বিদেশী তিন জঙ্গীগোষ্ঠীর ৩২ সংগঠনে অর্থায়ন

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী অর্থায়ন, আর্থিক পরিসম্পদ বৃদ্ধি অথবা তহবিল গঠন ও বিশেষ তিনটি সন্ত্রাসী সংগঠনের নামে কেউ অর্থায়ন করছে কিনা- এমন তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে সকল তফসিলী ব্যাংককে এ বিষয়ে নোটিস পাঠিয়ে সতর্ক করাসহ বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনার পেছনে মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বে তিনটি সন্ত্রাসীগোষ্ঠীর আওতায় থাকা ৩২টি সংগঠনের অর্থায়নসহ নানান বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি এদেশে জঙ্গী হামলা ও বিদেশী নাগরিক হত্যাসহ বিদেশীদের এদেশে অপতৎপরতা চালানোর বিষয়টি উল্লেখযোগ্যভাবে বিশ্বে প্রচার হয়েছে। এরই ধারাবাহিকতায় এদেশে বিভিন্ন জঙ্গী সংগঠনের নামে সদস্যদের অর্থায়ন, আর্থিক পরিসম্পদ বৃদ্ধি ও তহবিল গঠনের অপতৎপরতা চলছে বিভিন্ন কৌশলে। জঙ্গীদের অপতৎপরতার পেছনে রয়েছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তহবিল গঠনের মাধ্যমে স্বয়ংসম্পন্ন করার প্রয়াস। জঙ্গীরা তহবিল গঠনের পাশাপাশি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে নিজেদের অর্থের যোগান দিচ্ছে। এরই ভিত্তিতে ধরা পড়া জঙ্গীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের অর্থ সঙ্কট দূরীকরণের বিষয়গুলো প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, অত্র দফতরের উপ-পরিচালক আবুল জান্নাত জীবনের পক্ষ থেকে বিভিন্ন তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৭ জুলাই একটি চিঠি প্রেরণ করা হয়েছে, যার নং বিএফআইইউ(পলিসি)-১৫/২০১৬-৫০৫। এ চিঠির আলোকে বাংলাদেশ ব্যাংকের স্বাক্ষরদাতা উপ-পরিচালক বিভিন্ন ব্যাংকের উদ্দেশে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট বাই দ্য ইউএসএ’ প্রসঙ্গে জানতে চেয়েছেন। এ চিঠিতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তিনটি গোষ্ঠী বা সত্তার আওতায় থাকা ৩২টি সন্ত্রাসী বা জঙ্গী সংগঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তালিকাভুক্ত করে এসব জঙ্গী সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশকে অবহিত করা হয়েছে। এ তিনটি জঙ্গী সংগঠন হলো পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন ‘তারিক গিডার গ্রুপ, আফগানিস্তান ভিত্তিক জামা’আত উল দাওয়া আল কোরআন ও সিরিয়াভিত্তিক সংগঠন ইয়ারমুখ মার্টাস ব্রিগেড। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ২০(ক) ধারা অনুযায়ী উল্লেখিত গোষ্ঠী বা সত্তার নামে তফসিলী ব্যাংকগুলোতে তথা স্ব স্ব পরিচালিত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান বা ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়গুলোতে ওই সকল টেরোরিস্ট সংগঠন বা সদস্যের নামে কোন ধরনের হিসাব, তহবিল ও আর্থিক পরিসম্পদের তথ্য থাকলে তা অবরুদ্ধ করতে বলা হয়েছে। সে সঙ্গে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রেরিত তথ্যে তিনটি সংগঠনের আওতায় থাকা ৩২টি টেরোরিস্ট সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রধান গ্রুপ হিসেবে পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন ‘তারিক গিডার গ্রুপের আওতায় থাকা ৮টি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। এসব সংগঠনগুলো হলোÑ টিজিজি, তারিক ই তালেবান, তারিক ই তালেবান পাকিস্তান গিডার গ্রুপ, কমান্ডার তারিক আফ্রিদি গ্রুপ, তারিক আফ্রিদি গ্রুপ, তারিক গিডার আফ্রিদি গ্রুপ ও দ্য এশিয়ান টাইগারস। পাকিস্তানের আরাখাজি, খাইবার, পেশোয়ার, খোয়াত, হাঙ্গু, ধারা আদমখিল এলাকাসহ বিভিন্ন এলাকায় এসব সন্ত্রাসী সংগঠনের উৎপত্তিস্থল। তারিক গিডার গ্রুপ পাকিস্তানী তালেবানের একটি বিস্তৃত সংগঠন। এ সংগঠনের সদস্যরা ২০১৪ সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১৩২ স্কুল শিক্ষার্থী ও স্কুলের ৯ কর্মচারী নিহত হয়েছে, যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এ গ্রুপের লিডার ছিল ওমর মনসুর। চলতি বছরের জানুয়ারিতে ওমর মনসুরের নেতৃত্বে আরেকটি হামলা হয়েছিল পাকিস্তানের বাচাখান ইউনিভার্সিটিতে। এ হামলায় ২১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। ২০১০ সালে তারিক গিডার গ্রুপের আরেকটি হামলায় উত্তর ওয়াজিরিস্তান থেকে ব্রিটিশ সাংবাদিককে অপহরণের ঘটনাও ঘটিয়েছে। আফগানিস্তান ভিত্তিক জামা’আত উল দাওয়া আল কোরআন নামক সংগঠনের আওতায় ১২টি অঙ্গ সংগঠন রয়েছে। এসব সংগঠনের নাম হচ্ছে জামায়াত আল দোয়াইলা আল সুন্নাহ, জামায়াত উদ দোয়াইল আল কোরআন আল সুন্নাহ, জামায়াত উল দোয়া আল কোরআন, জামায়াত উদ দোয়া আল কোরআন ওয়াল সুন্নাহ, জামায়াত দাওয়া আল সুন্নাত, জামায়াত আল দাওয়া আলা ই কোরআন ওয়াই সুন্নাহ। সোসাইটি ফর দ্য কল/ইনভাইটেশন টু দ্য কোরআন এ্যান্ড দ্য সুন্নাহ (জেডিকিউএস), সালাফি গ্রুপ, জামায়াত আত দোয়া আস সালাফিয়া ওয়াল কুইতাল, জামায়াত আল দোয়া আল কোরআন ওয়াল সুন্নাহ, এসেম্বলি ফর দ্য কল অব কোরআন এ্যান্ড দ্য সুন্নাহ, জেডিকিউ।
×