ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর রেল লিংকে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত: ০৪:১৭, ৫ আগস্ট ২০১৬

পদ্মা সেতুর রেল লিংকে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা সেতু প্রকল্পের অধীনে সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লিংক স্থাপনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলিসন ব্লেইকের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কোন প্রভাব পড়বে না। আমরা আশা করছি, বাণিজ্য ক্ষেত্রে আমাদের যাবতীয় সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে।’ মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য আমাদের তৃতীয় রফতানি বাজার। দেশটিতে আমাদের ৮০৯ মিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরা আশা করছি, সামনে এই বাজার আরও সমৃদ্ধ হবে। দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের সে রকম আলোচনাই হয়েছে। সামনে দেশটির সঙ্গে আমাদের জিএসপি এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সুবিধা নিয়ে বৈঠক হবে।’ তোফায়েল আহমেদ জানান, এলিসন ব্ল্যাক যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের সেফটি ও সিকিউরিটির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছেন।
×