ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার প্রভাবে মিল্কভিটায় কমেছে দুধের সরবরাহ

প্রকাশিত: ০৪:১৭, ৫ আগস্ট ২০১৬

বন্যার প্রভাবে মিল্কভিটায় কমেছে দুধের সরবরাহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিরাজগঞ্জের বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিটে বর্তমানে দুধের সরবরাহ হ্রাস পেয়েছে। বন্যার কারণে বাঘাবাড়ি দুগ্ধাঞ্চলে তৃণভূমি ডুবে যাওয়ায় দুগ্ধবতী গাভীকে বর্তমানে খৈল, চিটা-গুড়সহ দানাদার খাবার খাওয়াতে হচ্ছে। যেকারণে দুধের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। দুধের উৎপাদন কমে যাওয়ায় খামারিরা মিল্কভিটায় দুধ সরবরাহের পরিমাণও কমিয়ে দিয়েছে বলে জানা যায়। ক’বছর থেকে দুধের উৎপাদন এ অঞ্চলে বেড়ে যাওয়ায়, মিল্কভিটা গত বছর ধরে খামারিদের কাছ থেকে কোটা ভিত্তিতে দুধ সংগ্রহ করছে। কোটা পূরণ হওয়া তো দূরের কথা, এখন মিল্কভিটার চাহিদাই পূরণ করতে পারছেন না খামারিরা। বন্যা দীর্ঘ হলে দুধশিল্পে বিপর্যয় দেখা দিতে পারে। বাঘাবাড়ি ঘাট দুগ্ধ সমিতি বিভাগের উপ-ব্যবস্থাপক ডাঃ নজরুল ইসলাম জানান, খামারিদের জন্য ১ লাখ ২৮/৩০ হাজার লিটার কোটা থাকলেও, বর্তমানে তারা ১ লাখ ৪/৫ হাজার লিটার দুধ দিচ্ছেন। গবাদি পশু উন্নয়ন ও প্রশিক্ষণ শাখার উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, শীতকালে বাথানের আশপাশে তৃণভূমি থাকায় দুধের উৎপাদন অনেকটা বেড়ে যায়। বন্যায় তৃণভূমি ডুবে যাওয়ায় খামারে আবদ্ধ গবাদি পশু লালন-পালন এবং দানাদার খাবার খাওয়ায় দুধের উৎপাদন কমতে পারে। তবে বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানার উপ-মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) ইদ্রিস আলীর দাবি, বন্যার কারণে দুধের কোন প্রভাব পড়েনি। সরবরাহ কম হলেও সমস্যা নেই। চাহিদা অনুযায়ী ঢাকায় দুধ সংগ্রহ করতে পারছি। এতে কোন অসুবিধা হচ্ছে না।
×