ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে ইস্টার্ন কেবলসের

প্রকাশিত: ০৩:৪৮, ৩ আগস্ট ২০১৬

অকারণে দর বাড়ছে ইস্টার্ন কেবলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই গত ২৪ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১০ জুলাই থেকে ইস্টার্ন কেবলসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩৪ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে গত ২৪ জুলাই পর্যন্ত ১৮১ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। সর্বশেষ শেয়ারটি লেনদেন হচ্ছে ১৮০ টাকা ৮০ পয়সা দরে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার সাউথ ইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় এই বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে জানা গেছে, বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, সাব-অর্ডিনেটেড ও ৭ বছর মেয়াদী। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×