ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মিরপুরে নয়, ফতুল্লা ও বিকেএসপিতে হবে বিসিএলের ম্যাচ

প্রকাশিত: ০৬:৪০, ২ আগস্ট ২০১৬

মিরপুরে নয়, ফতুল্লা ও বিকেএসপিতে হবে বিসিএলের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরুতেই লঙ্গার ভার্সন ক্রিকেট। ২০১৬-১৭ মৌসুমের শুরুতেই এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথমশ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। ২০ সেপ্টেম্বর শুরু হবে বিসিএল। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ আসরের কোন খেলা থাকছে না। মূলত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজ থাকার কারণেই মিরপুর ও চট্টগ্রামে বিসিএলের কোন ম্যাচ রাখা হয়নি। সোমবার টুর্নামেন্ট কমিটির সঙ্গে এক সভা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিসিবির টুর্নামেন্ট কমিটি চেয়েছিল মিরপুর ও চট্টগ্রামে বিসিএলের ম্যাচ রাখা হোক। এমনকি তৃতীয় ভেন্যু হিসেবে বগুড়াকেও প্রস্তাব করা হয়েছিল। এ বিষয়ে হানিফ বলেন, ‘ইংল্যান্ড সিরিজের জন্য চট্টগ্রাম ও ঢাকা রিজার্ভ রয়েছে। আপাতত আমরা বিসিএলের খেলা এ দুটো মাঠে দিতে পারব না। সেক্ষেত্রে আমরা ফতুল্লা ও বিকেএসপির মাঠ প্রস্তুত রেখেছি। তৃতীয় ভেন্যু হিসেবে বগুড়াকে রাখার একটা কথা উঠেছিল। কিন্তু এ মুহূর্তে ঢাকার বাইরে দলগুলো যেতে চাচ্ছে না। প্রতিটা বিভাগকে বলা হয়েছে বিসিএলের জন্য মাঠগুলোকে যেন সরজমিনে দেখা হয়। ফতুল্লায় ইনডোর সুবিধা বাড়ানোর নির্দেশনা দিয়েছি। কালকেই (আজ) ওরা চলে যাবে বিভিন্ন মাঠে। ইনডোরের সুবিধা যেখানে আছে সেগুলো ঠিক করা।’ লঙ্গার ভার্সনের ম্যাচ হলেও এবার বিসিএলে স্পোর্টিং উইকেট রাখার পরিকল্পনা। হানিফ বলেন, ‘আমি নিজেও বাউন্সি উইকেট সবসময় চাই। আমি চাই এমন একটা উইকেট যেখান থেকে স্পিন ও বাউন্স দুটোই যাতে বোলাররা আদায় করে নিতে পারে। আমরা সভা করেছি নির্দিষ্ট কোন জায়গায় বাউন্সি করে দেব। বাউন্সি উইকেট যখন লাগবে তখন ওই জায়গায় যেন খেলাটা যায়। স্পিন পিচের জন্য যেটা আছে সেটাও আমরা দেখছি নির্দিষ্ট করা যায় কিনা।’ তিনি জানান, মিরপুর স্টেডিয়ামের ইনডোরের কিছু সমস্যা সমাধানের জন্য সংস্কার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়মিত ওগুলো দেখভাল করতে হয়। খেলা না হলে কিন্তু পিচ নিয়ে সমস্যা দেখা দেয়। কিছু পিচ নষ্ট হয়ে যায়। আমাদের পরিকল্পনা আছে, ইংল্যান্ড সফরের পর কিছু করার।’ উল্লেখ্য, চতুর্থ আসরের মতো এবারের বিসিএলও ডাবল লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জোনভিত্তিক টুর্নামেন্ট হলেও ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে দলের নামকরণে পরিবর্তন আসছে। গত চার আসরে ওয়ালটন মধ্যাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল নামে দল পরিচালনা হলেও এবার থেকে ফ্রাঞ্চাইজিদের প্রতিষ্ঠানের নামে দলের নামকরণ হবেÑ ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব ও বিসিবি ক্রিকেট দল।
×