ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেরেও প্লে-অফে সাকিবদের জ্যামাইকা

প্রকাশিত: ০৬:৪০, ২ আগস্ট ২০১৬

হেরেও প্লে-অফে সাকিবদের জ্যামাইকা

স্পোর্টস রিপোর্টার ॥ লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেন্ট লুসিয়া জুকসের কাছে ১৭ রানে হেরে গেছে জ্যামাইকা তালাওয়াশ। এরপরও চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি২০র প্লে-অফে পৌঁছে গেছে ক্রিস গেইল-সাকিব আল হাসানের দল। মাঝের ম্যাচগুলোতে ধারাবাহিক ভাল খেলার সুবাদেই শেষ চারে তারকাখচিত জ্যামাইকা। আন্দ্রে ফ্লেচার (৫৪ বলে ৭০) ও জনসন চার্লসের (৩৫ বলে ৬৪) জোড়া হাফ সেঞ্চুরির সৌজন্যে ৩ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে ড্যারেন সামির সেন্ট লুসিয়া। এছাড়া মাত্র ১৭ বলে ৫ ছক্কায় অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন শেন ওয়াটসন। জবাবে ৬ উইকেটে ১৭৭Ñএ থামে জ্যামাইকা। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক গেইল। আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (১৭ বলে ২৪) ও আন্দ্রে রাসেল (১৩ বলে ২১)। বোলিংয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য থাকা সাকিবকে এদিন আট নম্বরে ব্যাটিংয়ে নামানো হয়! তখন ২১ বলে প্রয়োজন ছিল ৪৯। কঠিন হলেও অসম্ভব ছিল না। কিন্তু ব্যাট হাতে কাক্সিক্ষত ঝড় তুলতে পারেননি টাইগার হিরো। মেটাতে পারেননি পরিস্থিতির দাবি, ৯ বলে ৯ রানে অপরাজিত থেকে হার নিয়ে মাঠ ছাড়েন সাকিব। বড় এই পরাজয় সত্ত্বেও ১০ খেলায় ৬ জয়ে শেষ চারে তালাওয়াশ। বুধবার ‘প্রথম’ প্লে অফে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজান ওয়ারিয়র্স। বাগেরহাটের ২২ সাঁতারু পেল ইয়েস কার্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দেশব্যাপী সাঁতারু প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে’ বাগেরহাট থেকে ইয়েস কার্ড পেয়েছেন ৪ নারীসহ ২২ জন। শহরের মিঠাপুকুরে প্রতিযোগিতার মাধ্যমে জেলার ২২ সাঁতারুকে ইয়েস কার্ড দেয়া হয়। বাছাই পর্বে জেলার ৯ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মোট ৩০২ প্রতিযোগী অংশ নেন। পরে বয়সভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ২৭৭ ছেলে এবং ২৭ মেয়ের মধ্য থেকে ১৮ ছেলে এবং ৪ মেয়েকে নির্বাচন করা হয়। প্রতিযোগিতা শেষে ইয়েস কার্ড পাওয়া বিজয়ী ২২ সাঁতারুর প্রত্যেককে প্রাইজমানি, একটি মেডেল, একটি টি-শার্ট ও একটি সার্টিফিকেট দেয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও নৌ বাহিনীর যৌথ উদ্যোগে স?ারাদেশ থেকে ইয়েস কার্ডধারীদের পরে ঢাকায় নিয়ে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
×