ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিংস্টন টেস্ট

তিন সেঞ্চুরিতেই অনন্য রাহুল

প্রকাশিত: ০৬:৩৯, ২ আগস্ট ২০১৬

তিন সেঞ্চুরিতেই অনন্য রাহুল

স্পোর্টস রিপোর্টার ॥ লোকেশ রাহুলকে বলা হয় ভারতের সময়ের সেরা প্রতিভাবান ব্যাটসম্যান, অনেকেই তার মাঝে গ্রেট রাহুল দ্রাবিড়ের ছায়া দেখেন। কেন তিনি ব্যতিক্রম, সেটি আরও একবার প্রমাণ করলেন। কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দীনের পাশে নাম লেখালেন ২৪ বছর বয়সী কর্নাটক ব্যাটসম্যান। মাত্র ৬ টেস্টের ক্যারিয়ারে পা রাখা তিন ফিফটির সব কটিকেই সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি! ভারতের হয়ে এতদিন এমন কীর্তি ছিল কেবল আজহারেরই। তরুণ ওপেনারের ১৫৮ রানের মনোমুগ্ধকর ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ভারতের সংগ্রহ ৩৫৮ রান। ক্যারিবীয়দের ১৯৬Ñএ গুটিয়ে দেয়া অতিথিরা এগিয়ে ১৬২ রানে। প্রথম টেস্ট জিতে চার ম্যাচের এই সিরিজে ১-০তে এগিয়ে বিরাট কোহলির দল। দুই টেস্ট মিলিয়ে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারে ১৮তম বারের মতো ৫ উইকেট নিয়ে প্রথম দিনের আলোর পুরোটা কেড়ে নেন রবিচন্দ্রন অশ্বিন। স্যাবাইনা পার্কের দ্বিতীয় দিনটা ছিল কেবলই রাহুলের ব্যাটিং দ্যুতিতে ভাস্বর। অথচ এই টেস্টে তার খেলারই কথা ছিল না। সুযোগটা পেয়েছেন মুরলি বিজয়ের ইনজুরিতে। সেটিকে কি দারুণভাবেই না কাজে লাগালেন। শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হওয়ার আগে ৩০৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় করেছেন ১৫৮ রান। খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের দুটি ১১০ ও ১০৮। এর মধ্য দিয়ে দেশটির ক্রিকেটে রেকর্ড বইয়ের অনেক কিছুই স্মরণ করিয়ে দিয়েছেন ডানহাতি ওপেনার। ভারতীয় হিসেবে জীবনের প্রথম তিন টেস্ট ফিফটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন আজহার। তার কীর্তিটা ছিল আরেকটু বড়। অভিষেকের পর টানা তিন টেস্টেই সেটি করেছিলেন সাবেক তারকা, রাহুল ষষ্ঠ ম্যাচে এসে। তবে আরেক দিক দিয়ে হিসেব করলে রাহুল এগিয়ে। তার তিন সেঞ্চুরিই যে দেশের বাইরে! সব মিলিয়ে প্রথম তিন সেঞ্চুরিই বিদেশের মাটিতে, এমন ভারতীয় ওপেনার মাত্র দুজন। অপর জন ভিনু মানকড়। যেকোন পজিশন ধরলে গাভাস্কার আবার ধরা ছোঁয়ার বাইরে। সাবেক লিজেন্ডের ক্যারিয়ারের প্রথম আট সেঞ্চুরিই দেশের বাইরে! ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন রাহুলেরই। পলি উমরিগড় করেছিলেন ১৩০ ১৯৯৫২-১৯৫৩ সালে। রাহুল অবশ্য এখানেই থামতে চান না। টেস্ট-ওয়ানডে-টি২০ নিয়মিত হতে চান তিন ফরমেটেই। দিন শেষের ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। ‘সুপার’ কোহলি এদিন নিজের ইনিংসটা বড় করতে পারেননি। ভারত অধিনায়ক ফিরেছেন ব্যক্তিগত ৪৪ রান করে। তবে অজিঙ্কা রাহানের (৪২*) সঙ্গে ঋদ্ধিমান সাহা আছেন। ১৭ রান নিয়ে ব্যাট করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ভারত কোথায় থামে, সেটিই দেখার। কোহলির দল এরই মধ্যে যে কিংস্টন টেস্টের লাগাম হাতে নেয়ার পথে, সেটি নিশ্চিত। ক্যারিবীয়দের হয়ে রোস্টন চেজ ৯১ রান দিয়ে ২টি, গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশু নিয়েছেন ১টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৯৬/১০ (৫২.৩ ওভার; ব্ল্যাকউড ৬২, কুমিন্স ২৪*, স্যামুয়েলস ৩৭; অশ্বিন ৫/৫২, শামি ২/২৩, ইশান্ত ২/৫৩) ভারত প্রথম ইনিংস ৩৫৮/৫ (১২৫ ওভার; রাহুল ১৫৮, পুজারা ৪৬, কোহলি ৪৪, রাহানে ৪২*, ধাওয়ান ২৭, ঋদ্ধিমান ১৭*; চেজ ২/৯১, গ্যাব্রিয়েল ১/৫০)।
×