ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাড়া দিয়েই ফ্ল্যাটের মালিক হবেন গার্মেন্টস শ্রমিকরা

প্রকাশিত: ০৬:২৫, ২ আগস্ট ২০১৬

ভাড়া দিয়েই ফ্ল্যাটের মালিক হবেন গার্মেন্টস শ্রমিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাসে মাসে বাসস্থানের ভাড়া পরিশোধ করেই এক পর্যায়ে ওই ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। গার্মেন্টস শ্রমিকদের এভাবে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ করে দিতে মাত্র দেড় শতাংশ সুদে অর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে দুটি গার্মেন্টস কোম্পানি এ সুযোগ পেয়েছে। প্রক্রিয়াধীন আরও ২৪টি। গত রবিবার বিকেলে রাজধানীর কাওরানবাজারে ‘দি ডেলি স্টার’-এর কনফারেন্স রুমে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক ও গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘সাসটেইনেবল লিভিং ফর এ বেটার টুমরো’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ডেইলি স্টার ও বাংলাদেশ ইউনিভার্সিটি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফরাসউদ্দিনের সঞ্চলনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন। বিনাশুল্কে আনা ১৬৯ গাড়ি লাপাত্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে পর্যটন সুবিধার আওতায় আনা কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি এখন লাপাত্তা। শুল্ক গোয়েন্দার নজরদারিতে প্রায় চার শ’ কোটি টাকার গাড়ির সন্ধান মিলছে না। গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছেন এসব গাড়ি। এ পর্যন্ত পাঁচটি দামী বিলাসবহুল গাড়িসহ সারাদেশে ২২টি গাড়ি জব্দ করা হয়েছে। এই আইনের অপব্যবহারের প্রবণতা বাড়ায় ২০১২ সালে আইনটি বিলুপ্ত করা হয়। প্রবাসী নেতারাও প্রবাসীদের এই অবৈধ কাজকে সমর্থন করছেন না। ১৯৫৪ সালের কাস্টমস কনভেনশনের আওতায় ‘কার্নেট দ্যা প্যাসেজ’ নামে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ৪৮টি দেশের বাসিন্দারা এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে গেলে এক বছরের জন্য সঙ্গে বিনাশুল্কে গাড়ি নিতে পারতেন। ১৯৯২ সালে এই আইনের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করার পর পর্যটকদের জন্য গাড়িসহ ভ্রমণের সুবিধা আরও বাড়িয়ে দেয়া হয়। কিন্তু এতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে এদেশে দামী দামী গাড়ি এনে অবৈধভাবে ব্যবসা ও ব্যবহার বেড়ে যায়। গাড়ির মালিকরা নির্দিষ্ট সময়ের পর গাড়ি সে দেশে না নিয়ে অবৈধভাবে ভুয়া নম্বর-প্লেট লাগিয়ে ব্যবহার করে থাকেন।
×