ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাশিয়ার ভারোত্তোলন দল রিও থেকে নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৪০, ৩১ জুলাই ২০১৬

রাশিয়ার ভারোত্তোলন দল রিও থেকে নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিক বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যেই আছে। আর মাত্র ৫ দিন বাকি অলিম্পিক শুরুর। ৫ আগস্ট উদ্বোধন হওয়ার পরই শুরু হয়ে যাবে এ ক্রীড়াযজ্ঞ। অলিম্পিক ভিলেজে সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে কিছুদিন আগেও অস্ট্রেলিয়া অভিযোগ করেছিল। তারাই এবার ভিলেজ ত্যাগ করতে বাধ্য হয়েছে! আগুন লাগার পর সেটা থেকে বাঁচতেই সাময়িক সময়ের জন্য তারা ভিলেজ ছেড়ে রাস্তায় গিয়ে অবস্থান নেয়। আর এবার অলিম্পিকে অন্যতম শক্তিধর দল রাশিয়া আছে টালমাটাল অবস্থায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদদের ড্রাগ পাপে জড়িয়ে পড়ার কারণ পুরো দেশকে নিষিদ্ধ না করলেও সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনকে দায়িত্ব দিয়েছে পর্যালোচনার পর অলিম্পিকে অংশগ্রহণের অনুমোদন দেয়া বা না দেয়ার বিষয়ে। বিশ্ব সাঁতার নিয়ন্ত্রক সংস্থা (ফিনা) আগেই ৭ সাঁতারুকে নিষিদ্ধ করেছিল। এর মধ্যে একজন নিকিতা লোবিন্তসেভ। তিনি ড্রাগ টেস্টেও পজিটিভ হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ডোপবিরোধী সংস্থা (ইউএসএডিএ-উসাডা)। এ কারণে আগেই ২ রাশিয়ান ভারোত্তোলক রিও থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এবার আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লিউএফ) ৮ সদস্যের পুরো রাশিয়ান ভারোত্তোলন দলকেই নিষিদ্ধ করেছে। রিও ডি জেনিরো অলিম্পিক নিয়ে এবার নানাবিধ শঙ্কার মেঘ। সন্ত্রাসবাদীদের হামলার শঙ্কা, জিকা ভাইরাস সমস্যা এবং অলিম্পিক ভিলেজে ব্যবস্থাপনা ত্রুটি ও সুযোগ-সুবিধার কমতি ছাড়াও আছে ডোপপাপে তারকা ক্রীড়াবিদদের একের পর এক ঝরে পড়া। সবমিলিয়ে এবার রিও অলিম্পিক বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে। কিছুদিন আগেও অলিম্পিক ভিলেজের নানাবিধ দুর্গতি নিয়ে অভিযোগ করে অস্ট্রেলিয়া। সেটা নিয়ে চলে আয়োজকদের সঙ্গে তাদের কথার লড়াই। শেষ পর্যন্ত অবশ্য সব অসঙ্গতি দূর করে স্থানীয় আয়োজকরা এবং তারপর ভিলেজের সার্বিক বিষয়াদি নিয়ে সন্তোষ জানায় অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের প্রধান কিটি চিলার। সেই অসি এ্যাথলেটরাই এবার আতঙ্কে কিছু সময়ের জন্য অলিম্পিক ভিলেজ ত্যাগ করেছিলেন। অসি এ্যাথলেটদের থাকার জন্য নির্মিত ভবনের বেজমেন্টে আগুন লেগেছিল। যদিও বেশ ছোটখাটো অগ্নিকু-। কিন্তু ফায়ার এলার্ম বাজার পর শঙ্কিত এ্যাথলেট ও কর্মকর্তারা ভবন ছেড়ে রাস্তায় আশ্রয় নেন। এ বিষয়ে দলের মুখপাত্র মাইক ট্যানক্রেড বলেন, ‘প্রচুর ধোঁয়া ছিল এবং আমাদের পালিয়ে আসতে হয়েছিল। এরপর অগ্নি নির্বাপন বাহিনী এসে আগুন নেভালে আমরা আবার ফিরে গেছি। কিন্তু কোন বদ ধরনের নাটকের অবতারণা হয়নি।’ এবার রিও অলিম্পিককে সবচেয়ে বড় নাড়া দিয়েছে ডোপ পাপ। যুগে যুগে অলিম্পিকের অন্যতম শক্তিশালী দল রাশিয়া এবার পূর্ণ শক্তি নিয়ে রিও গেমসে অংশ নিতে পারছে না ডোপ পাপের কালো থাবার কারণে। আইওসি নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায়িত্ব স্ব-স্ব আন্তর্জাতিক ফেডারেশনকে দেয়ার পর রাশিয়ার পক্ষে বিপক্ষে আসছে রায়গুলো। সাঁতার দল পুরোপুরি নিষিদ্ধ না হলেও ফিনা ৭ সাঁতারুকে রিও থেকে নিষেধাজ্ঞা দেয়। উসাডা দাবি করছে নিষিদ্ধ সাঁতারুদের মধ্যে নিকিতা ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন। তাদের দাবি ২৭ বছর বয়সী এ রাশিয়ান সাঁতারু গত ৭ বছর ধরেই নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম ব্যবহার করছেন। তবে সেজন্য তাকে নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি উসাডা। আরও দুই ভারোত্তোলক রিও থেকে নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু এবার পুরো রাশিয়ার ভারোত্তোলন দলকেই রিও অলিম্পিকে অংশগ্রহণ থেকে নিষেধাজ্ঞা দিল আইডব্লিউএফ। ৮ সদস্যের অলিম্পিক ভারোত্তোলন দল ঘোষণা করেছিল রাশিয়া।
×