ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে হ্যালেপ-কারবার

প্রকাশিত: ০৬:৩৯, ৩১ জুলাই ২০১৬

সেমিফাইনালে হ্যালেপ-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ রজার্স কাপে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপ, এ্যাঞ্জেলিক কারবার এবং মেডিসন কেইসের মতো তারকারা। তবে থেমে গেল জোহানা কন্টার জয়রথ। স্ট্যানফোর্ডের শিরোপা জয়ী বৃটেনের এই টেনিস তারকা সেøাভাকিয়ার ক্রিস্টিনা কুকোভার কাছে হেরে রজার্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েন তিনি। চলতি বছরটা দুর্দান্ত কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। কেননা অস্ট্রেলিয়ান ওপেনেই যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। শুধু তাই নয়, পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন উইম্বলডনেও। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জয়ের লড়াইয়ে হেরে যান তিনি। উইম্বলডনের পর মন্ট্রিয়েলের রজার্স কাপেও সেই কারবার। টুর্নামেন্টের শুরু থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরছেন তিনি। শুক্রবার শেষ আটেও প্রতিপক্ষকে পাত্তা দেননি কারবার। জার্মান টেনিস তারকা এদিন ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। সেমিফাইনালে কারবারের প্রতিপক্ষ এখন সিমোনা হ্যালেপ। রোমানিয়ার পঞ্চম বাছাই কোয়ার্টার ফাইনালে সভেতলনা কুজনেতসোভাকে পরাজিত করে সেমিফাইনালের টিকেট কাটেন। সিমোনা হ্যালেপ এদিন ৩-৬, ৬-১ এবং ৬-১ সেটে হারান নবম বাছাই কুজনেতসোভাকে। কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াই শেষে সিমোনা হ্যালেপ কিছুটা ক্লান্ত। এ প্রসঙ্গে ম্যাচের শেষে রোমানিয়ান তারকা বলেন, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। এখন আমি সত্যিই খুব ক্লান্ত। প্রতিপক্ষ হিসেবে সে খুবই শক্তিশালী। সে খুবই ভাল খেলেছে। তবে ম্যাচটা যে কঠিন হবে তা আগে থেকেই জানতাম। তার বিপক্ষে এমন জয়ের পর আমি খুবই আনন্দিত। কেননা তার বিপক্ষে যে আমি জিততে পারি তা আবারও প্রমাণিত।’ ফাইনালে উঠার পথে তার সামনে বড় বাধা এখন এ্যাঞ্জেলিক কারবার। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন হ্যালেপ-কারবার। কিন্তু সেই লড়াইয়ে হ্যালেপকে হারিয়ে দেন জার্মান তারকা। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পাচ্ছেন সিমোনা হ্যালেপ। তবে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়নের বিপক্ষে কি পেরে উঠবেন রোমানিয়ান?
×