ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৫৬, ৩১ জুলাই ২০১৬

ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং প্রত্যেক নাগরিককে রক্ষায় ও অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতীয় সরকারকে তার ক্ষমতা দিয়ে সব কিছু করার আহ্বান জানিয়েছে। খবর পিটিআই ও আজকালের। গরু রক্ষার নামে ভারতের বিভিন্ন জায়গায় দলিত ও সংখ্যালঘু নিগ্রহের ঘটনা সামনে আসা পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, এখনই ব্যবস্থা না নিলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। গরুর মাংস খাওয়া নিয়ে সহিংসতা এবং ব্যাগে গোমাংস রাখার অভিযোগে মধ্যপ্রদেশে দুই মুসলিম মহিলাকে নিগৃহীত হতে হয়। কিরবি বলেন, ভারতে সহিংসতা ও অসহিষ্ণুতা বৃদ্ধির খবরে আমরা চিন্তিত। তিনি বলেন, ‘সবরকমের অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। প্রত্যেক দেশে ধর্মীয় স্বাধীনতা থাকা আব্যশক। তিনি আরও বলেন, ধর্মাচরণ, বাকস্বাধীনতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা সব সময়ই ভারতীয় নাগরিক ও ভারত সরকারের পাশে আছি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, ভারতীয় নাগরিকরা যাতে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতে পারেন, সেটা সুনিশ্চিত করার জন্য আমরা ভারত সরকারকে আরও বেশি নজর রাখার অনুরোধ জানাচ্ছি। বিশ্বের যে কোন প্রান্তের যে কোন দেশেই এমন ঘটনা ঘটলে আমরা সেই দেশের সরকারের কাছে এমন অনুরোধ জানিয়ে থাকি। আমরা ভারতের কাছেও একই অনুরোধ জানাচ্ছি। পাঠানকোট হামলায় জড়িত পাকিস্তান ॥ ভারতের পাঠানকোটে বিমানবাহিনী ঘাঁটিতে হামলার ছক কষেছিল পাকিস্তান। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এক হাজার পাতার এই রিপোর্ট তুলে দেয়া হয়েছে ভারতের হাতে। সেখানে পাকিস্তানী লিঙ্কম্যান কাসিফ জানের সঙ্গে চার হামলাকারীর কথাবার্তার রেকর্ড রয়েছে। ওই হামলাকারীরা পরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা যায়।
×