ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্র্যাডলি উইগিনস (সাইক্লিস্ট)

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ জুলাই ২০১৬

ব্র্যাডলি উইগিনস (সাইক্লিস্ট)

ব্র্যাডলি উইগিনসের জন্য ২০১২ সালটা ছিল স্বপ্নের মতোই। কেননা সে বছরই যে বৃটেনের প্রথম সাইক্লিস্ট হিসেবে ট্যুর ডি ফ্রান্স জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন তিনি। শুধু তাই নয়, ঘরের মাঠে অলিম্পিক স্বর্ণ জয়েরও স্বাদ পান উইগিনস। তার বর্তমান বয়স ৩৬। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে রাখতে নারাজ এই সাইক্লিস্ট। রিও অলিম্পিকে টানা তৃতীয় স্বর্ণ জিততে মরিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ছত্রিশ কিন্তু নিজেকে এখনও ১৯ বছরের যুবকের মতোই মনে হয়।’ ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ জিতে যাত্রা শুরু করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে এটাই তার ক্যারিয়ারের শেষ অলিম্পিক। এ্যালিস্টেয়ার ব্রাউনলি (ট্রায়াথলন) লন্ডন অলিম্পিকে স্পেনের জাভিয়ের গোমেজ এবং জোনাথনকে হারিয়ে ট্রায়াথলনে চ্যাম্পিয়ন হন এ্যালিস্টেয়ার ব্রাউনলি। এবার রিও অলিম্পিকেও গ্রেট বৃটেনের দলে জায়গা করে নিয়েছেন তিনি। লন্ডনের শিরোপা রিওতেও ধরে রাখতে চান ব্রাউনলি। এ প্রসঙ্গে ২৮ বছর বয়সী ব্রাউনলি বলেন, ‘আমার সেরাটা দিতে পারলে আশাকরি রিও অলিম্পিকের পোদিয়ামও লন্ডন অলিম্পিকের মতো হবে।’ অলিম্পিক ছাড়াও ট্রায়াথলনে ইউরোপিয়ান এবং কমনওয়েলথের চ্যাম্পিয়ন ব্রাউনলি। তার লক্ষ্য এবার অলিম্পিকের দ্বিতীয় শিরোপা নিজের শোকেসে তোলা। পারবেন কি ট্রায়াথলনে রাজত্ব করা এই বৃটিশ এ্যাথলেট? সেটাই এখন দেখার অপেক্ষা।
×