ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচের শুরু জয় দিয়ে

প্রকাশিত: ০৬:২০, ২৯ জুলাই ২০১৬

জোকোভিচের শুরু জয় দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন নোভাক জোকোভিচ। চলতি মৌসুমের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টই নিজের করে নিয়েছিলেন তিনি। কিন্তু উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায়ের দুঃস্বপ্ন ভুলে কোর্টে ফিরেছেন সার্বিয়ার এই টেনিস তারকা। রজার্স কাপে ঘাম ঝরানো জয় পেয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান। অধরা অলিম্পিক শিরোপার লক্ষ্যে এই ইভেন্ট দিয়েই যে প্রস্তুতি পর্ব সারছেন সার্বিয়ান টেনিস আইকন। সরাসরি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেন নোভাক জোকোভিচ। কানাডার টরেন্টোয় সরাসরি সেটের জয় পেলেও তাকে রীতিমতো কোণঠাসা করে রাখেন লুক্সেমবার্গের গিলের মুলার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই উপভোগ করেন দর্শকরা। প্রথম সেটে মুলারকে ৭-৫ গেমে হারান জোকোভিচ। পরেরটি তো টাইব্রেকারে নিষ্পত্তি হয়। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩) গেমের কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ৩৭ বছর বয়সী রাডেক স্টিপানেক। এর আগে মার্চে সর্বশেষ হার্ডকোর্টে খেলেছিলেন জোকোভিচ। দীর্ঘ বিরতির পর আবারও হার্ডকোর্টে খেলাটা যে সহজ নয় তার স্বীকার করেছেন নিজেই। এ প্রসঙ্গে জোকোভিচ বলেন, ‘মার্চের পর প্রথমবার হার্ডকোর্টে খেলছি। বিরতির পর আবারও এই কোর্টে খেলাটা খুবই কঠিন। এখানে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব সহজ নয় তবে শেষপর্যন্ত পেরেছি। এতে আমি খুবই সন্তুষ্ট।’ দ্বিতীয় রাউন্ডে জয়ের দেখা পেয়েছেন কেই নিশিকোরিও। যিনি উইম্বলডনের চতুর্থ পর্ব থেকে রিটায়ার্ড নিয়েছিলেন। এ বিষয়ে জাপানের এই তারকা খেলোয়াড় বলেন, ‘আমি এটা খুব ভাল করেই জানতাম যে এখানে বেশ উত্তান-পত্তনের মধ্য দিয়েই যেতে হবে। কেননা আমি অনেক দিন ধরেই কোন ম্যাচ খেলেনি। খুব বেশি অনুশীলনও করিনি তারপরও বলব এখানে ভাল খেলেছি।’ প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে জায়গা করে নেয়া কানাডার মিলোস রাওনিকে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন। টুর্নামেন্টের চতুর্থ বাছাই দ্বিতীয় রাউন্ডে ৬-৩ এবং ৬-৩ সেটে হারিয়েছেন তাইপের লু ইয়েন-সুনকে। এছাড়া টুর্নামেন্টের সপ্তম বাছাই ডেভিড গোফিন, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ, আমেরিকার জ্যাক সক, জারেদ ডোনাল্ডসন, বার্নাড টমিক, রায়ান হ্যারিসন এবং রাজিভ রাম, ক্রোয়েশিয়ার ইভো কারলোভিচ, ফ্রান্সের দশম বাছাই গায়েল মনফিলস।
×