ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৎস্যমেলা যেন মাছের বাজার

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ জুলাই ২০১৬

মৎস্যমেলা যেন মাছের বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীতে শুরু হওয়া জাতীয় মৎস্যমেলা অনেকটাই পরিণত হয়েছে মাছের বাজারে। দর্শনার্থীদের আগ্রহ থাকলেও অনেক স্টলেই নেই বিলুপ্ত প্রায় মাছ সম্পর্কে তথ্যসংবলিত কোন প্রচারপত্র। এ অবস্থায় মৎস্য খাতের সম্প্রসারণে সরকারের নেয়া উদ্যোগের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করলেন মেলায় আসা দর্শনার্থীরা। দেখে মনে হতে পারে এটি কোন মাছ বাজার। কিন্তু এটি আসলে জাতীয় মৎস্যমেলার একটি স্টলের দৃশ্য। যেখানে প্রদর্শনীর চেয়ে মাছ বিক্রির দিকেই বেশি আগ্রহ স্টল মালিকদের। শুধু তাই নয়, জাতীয় মৎস্যমেলায় দেশীয় বিলুপ্ত প্রায় প্রজাতির মাছের পরিবর্তে তেলাপিয়া, টাকি ও চিংড়িসহ প্রচলিত মাছ প্রদর্শিতই হচ্ছে বেশি। আবার কোন কোন স্টলে নেই মাছের প্রদর্শনী সংক্রান্ত কোন প্রচারপত্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দর্শনার্থীদের কেউ কেউ। অপার সম্ভাবনাময় মৎস্য খাতের সম্প্রসারণে মাঠপর্যায়ে প্রান্তিক চাষীদের সম্পৃক্ত করা না গেলে টেকসই মৎস্য ব্যবস্থাপনা সম্ভব নয় বলে মনে করেন মেলায় অংশগ্রহণকারীরা।
×