ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিতাসের দুটি কূপ থেকে প্রতিদিন মিলবে ৫০ ব্যারেল কনডেনসেট

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ জুলাই ২০১৬

তিতাসের দুটি কূপ থেকে প্রতিদিন  মিলবে ৫০ ব্যারেল কনডেনসেট

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের দুটি কূপ থেকে প্রতিদিন অন্তত ৫০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বা কনডেসসেট উৎপাদিত হবে। এ জ্বালানি তেল থেকে প্রস্তুত হবে পেট্রোল ও ডিজেল। সদর উপজেলার বুধল গ্রামে তিতাস গ্যাসক্ষেত্রের ২৫ ও ২৬নং কূপ অবস্থিত। দুটির গ্যাস উৎপাদন হবে অন্তত ৪৫-৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। দুটি এখন উৎপাদন পর্যায়ে রয়েছে। আগামী এক মাসের মধ্যে এ দুটি কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। এর পরই মিলবে প্রত্যাশিত অপরিশোধিত জ্বালানি তেল। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মিলয়ন ঘনফুট গ্যাস থেকে এক ব্যারেল কনডেনসেট আহরণ করা যায়। সে হিসাবে দুটি কূপ থেকে অন্তত ৪৫-৫০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বা কনডেনসেট উৎপাদনের আশা করা যাচ্ছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের একজন উর্ধতন কর্মকর্তা জানান, প্রতি এক মিলিয়ন ঘনফুট গ্যাসে অন্তত এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল (কনডেনসেড) আহরণ করা হয়। তিতাসের এ দুটি কূপের ক্ষেত্রে এর ব্যত্যয় হবে না।
×