ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়ং ডেইরী-চ্যানেল আই ॥ বাংলার গান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শারমীন

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৬

আড়ং ডেইরী-চ্যানেল আই ॥ বাংলার গান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শারমীন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ছয় মাসের লড়াইয়ে সারাদেশের ৬০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের মেয়ে শারমীন। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে পারফরম্যান্সের পর দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শারমীন। পুরস্কার হিসেকে মুকুটের পাশাপাশি তার হাতে তুলে দেয়া হয় নগদ দশ লাখ টাকার চেক। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফরিদপুরের মোঃ খায়রুল ইসলাম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অনন্যা ইয়াসমিন অঙ্কন ও রাজশাহীর আল-আমিন আলী। তাদের হাতে তুলে দেয়া হয় নগদ ৩ লাখ টাকার চেক। এছাড়া ইউনিভার্সাল ফুড লিমিটেডেএর সৌজন্যে স্বর্ণালী কণ্ঠের জন্য এক লাখ টাকার চেক পেয়েছেন চট্টগ্রাম ইলমা বিনতে বখতেয়ার, আলোকিত শিল্পীর জন্য এক লাখ টাকার চেক পেয়েছেন ফরিদপুরের মোঃ বিল্লাল হোসেন এবং উজ্জ্বল তারকার জন্য এক লাখ টাকার চেক পেয়েছেন ফরিদপুরের আরেক প্রতিযোগী মোঃ নাজমুল হাসান। চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ পুরস্কারের অর্থমূল্য ছাড়াও আরও পেয়েছেন ইমপ্রেস এভিয়েশনের সৌজন্যে একটি রোমান্সকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ, ইমপ্রেস অডিও ভিশন থেকে সিডি ও ডিভিডি প্রকাশ এবং ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ ইত্যাদি। হেলিকপ্টার ভ্রমণ সুযোগের পুরস্কারটি তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং পরিচালক মুকিত মজুমদার বাবু, ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুডের পরিচালক তৌফিকুর রহমান, ইউনিভার্সাল ফুডের এমডি সোহানী হোসাইন।
×