ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইহুদী-নাসারারা আইএস নাম দিয়ে ইসলাম ধ্বংস করছে ॥ হানিফ

প্রকাশিত: ০৭:০৭, ২২ জুলাই ২০১৬

ইহুদী-নাসারারা আইএস নাম দিয়ে ইসলাম ধ্বংস করছে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে ইসলামী চিন্তাবিদ আলেম-ওলামাসহ সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব। বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের আহ্বান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও সততার ধর্ম। এই ধর্মে কোন হানাহানি বা দাঙ্গা-হাঙ্গামার স্থান নেই। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। এরা ইসরাইলের এজেন্ট। শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যারা ধ্বংসাত্মক খেলায় মেতেছে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোটা বিশ্বে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদী-নাছারা মুসলমান সেজে আইএস নাম দিয়ে ইসলাম ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আইএসের প্রধান শায়েখ ইনটেলিজেন্সের সমালোচনা করে হানিফ বলেন, সে একজন ইহুদী। ইসরাইলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য ইরাক সরকার তার বাবাকে ফাঁসি দেয়। এরপর তারা ইসলাইলে পালিয়ে যায়। সে এখন ইসলাম রক্ষায় নেমেছে! আইএস আমেরিকা ও ইসরাইলের সৃষ্টি উল্লেখ করে হানিফ বলেন, তারা আজ ইসলামকে নিশ্চিহ্ন করতে নারকীয় হত্যাযজ্ঞে নেমেছে। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে এর আগে বিএনপি-জামায়াত দেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করেছে। তারা এসবে সুবিধা করতে না পারায় এখন ইসরাইলের গোয়েন্দা সংস্থা আইএসের সঙ্গে হাত মিলিয়ে দেশে গুপ্তহত্যা করছে।
×