ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ চারে সাকিবের জ্যামাইকা

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৬

শেষ চারে সাকিবের জ্যামাইকা

স্পোর্টস রিপোর্টার ॥ পয়েন্ট তালিকায় এক নম্বর স্থানটি তো আগেই দখল করেছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশ। এবার বার্বাডোজ ট্রাইডেন্টসে বৃষ্টি আইনে ৩৬ রানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে নিল জ্যামাইকা। পয়েন্ট তালিকায় ৮ ম্যাচে ৬ জয়ের সঙ্গে টানা চার জয় নিয়ে ১৩ পয়েন্ট পেল সাকিবের দল। তবে দুর্ভাগ্য, এ ম্যাচে না ব্যাটে না বলে কিছু করে দেখাতে পারলেন সাকিব। ব্যাট হাতে কিছু করার আগেই রান আউট হয়ে যান। আর বল করার সুযোগই পেলেন না! মাত্র এক বল তিনি ক্রিজে ছিলেন। আর তাতেই রান আউট হয়ে ফিরলেন সাজঘরে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরে এই প্রথমবারের মতো ‘ডাক’-এর দেখা পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। আর ফিল্ডিংয়ের সময় বাঁহাতি অফস্পিনার সাকিবের কথা মনেও পড়ল না অধিনায়ক ক্রিস গেইলের। যদিও, বার্বাডোজের ইনিংসের ১৫তম ওভারে ৫১ রানে থাকা নিকোলাস নুরানকে রান আউট করে সাকিব বুঝিয়ে দিলেন তিনি মাঠেই ছিলেন। ইনিংসের শেষ বলে ক্রিস গেইলের বলে রামপলের ক্যাচও নেন তিনি। যদিও, জয় পেতে অসুবিধা হয়নি জ্যামাইকার। বৃষ্টির বাধায় হওয়া ১৮ ওভারের ম্যাচে ১৯৬ রানের লক্ষ্য বেঁধে দেয় বার্বাডোজ। ১৭ ওভার চার বলে সব উইকেট হারিয়ে বার্বাডোজ করতে পারে ১৫৯ রান। জ্যামাইকা জিতে যায় ৩৬ রানের বড় ব্যবধানে। শীর্ষে থাকা জ্যামাইকার এটা টানা চতুর্থ জয়। এবার অবশ্য সাকিব-গেইল-রাসেলরা বড় একটা ছুটি পাচ্ছেন। আগামী ৩০ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় সেন্ট লুসিয়া জুকসের মোকাবেলা করবে জ্যামাইকা। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জ্যামাইকার ইনিংসে আলাদা করে বলতে হয় চ্যাডউইক ওয়ালটনের কথা। ৫৪ বলে পাঁচ ছক্কা আর নয় চারের সৌজন্যে সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩১ বলে ৫০ ও রোভম্যান পাওয়েল ১৪ বলে ৩৪ রান করেন। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। এরপর ডেল স্টেইনের (৪/২৭) বোলিং তোপে পড়েই ১৫৯ রানে গুড়িয়ে যায় বার্বাডোজ।
×