ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ পেল চায়না রেলওয়ে গ্রুপ

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জুলাই ২০১৬

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ পেল চায়না রেলওয়ে গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা সেতুতে রেললাইন স্থাপনে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগটি স্থাপন করা হবে। এতে ১৭২ কিলোমিটার মূল রেললাইন ও ৪৩ দশমিক ২২ কিলোমিটার লুপ লাইন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজসহ প্রকল্পটিতে মোট ব্যয় হবে প্রায় ৩১৪ কোটি ডলার। বাংলাদেশী টাকায় এর পরিমাণ হচ্ছে ২৭ হাজার ৬৫৩ কোটি টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের জানান, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগসহ বৈঠকে মোট ৫টি ক্রয় প্রস্তাব ও একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগের কাজটি চীনা অর্থায়নে ও সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, বৈঠকে পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া-বালিয়াতলী-গঙ্গামতি সড়কে আন্ধারমানিক নদীর ওপর ৬৬৭ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড গার্ডার ব্রিজ (প্যাকেজ নং কলা/০১/২০১৩) নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ম্যাক্স-রেনক্যান জেভি। এতে ব্যয় হবে ১৬৮ কোটি ৭৫ লাখ টাকা। তিনি জানান, অন্যদের মধ্যে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ৫০ হাজার মেট্রিক টন ফসফরিক এ্যাসিড (পিটুওফাইভ ঃ ৫২-৫৪%) আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান মেসার্স প্রোটন ট্রেডার্স এটি সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৩৫৫ দশমিক ৪১ ডলার হিসেবে এতে ব্যয় হবে ১৪৪ কোটি ২৯ লাখ টাকা।
×