ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে গান উৎসর্গ পেলের

প্রকাশিত: ০৬:০৬, ২০ জুলাই ২০১৬

ব্রাজিলকে গান উৎসর্গ পেলের

স্পোর্টস রিপোর্টার ॥ পেলের গায়ক ও গীতিকার রূপের কথা অনেকেরই অজানা। তবে ব্রাজিলে আসন্ন অলিম্পিক গেমস সামনে রেখে এই বিষয়টি বিশ্বময় ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেই জানা গেছে, রিও অলিম্পিকের জন্য গান লিখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এবার সেই গানটি নিজ দেশ ব্রাজিলকে উৎসর্গ করেছেন পেলে। এর আগেও সঙ্গীতের জগতে পা রেখেছিলেন তিনবার বিশ্বকাপ জয়ী পেলে। ২০০৬ সালে ‘পেলে গিঙ্গা’ নামের এ্যালবাম প্রকাশ করেছিলেন। দীর্ঘ বিরতির পর এই প্রথমবার আবার গানের জগতে ফিরেছেন কালো মানিক। এবারের গানটির নাম দেয়া হয়েছে ‘এসপারেঙ্কা’। যার অর্থ আশা। এই সপ্তাহের শুরুর দিকে পেলে জানিয়েছিলেন যে তিনি একটি গানের রেকর্ড শেষ করেছেন। তখন বলেছিলেন, অলিম্পিক গেমসের কারণে বিশ্বব্যাপী যে আশা ও আনন্দের সঞ্চার হয়েছে সেই অনুভূতি থেকে তিনি উৎসাহিত হয়েছেন। এবার ৭৫ বছর বয়সী পেলে টুইটার বার্তায় জানিয়েছেন, ‘আমাদের দেশ ব্রাজিলের জন্য উৎসর্গ করা নতুন গান এসপারেঙ্কা প্রকাশ করতে পারায় আমি গর্ব বোধ করছি। উপভোগ কর।’ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। কিছুদিন আগে তৃতীয় বিয়ে করেছেন। কিন্তু কালজয়ী এই ফুটবলার জীবদ্দশায় কখনও অলিম্পিকে খেলতে পারেননি। কারণ সে সময় পেশাদার ফুটবলারদের অলিম্পিকে খেলা নিয়ে নিষেধাজ্ঞা ছিল। এবার নিজ দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর। ময়দানী লড়ইয়ে না হোক, এই আসরে নিজের লেখা গান দিয়ে নিজেকে ভালভাবেই সম্পৃক্ত রাখছেন কালো মানিক। মুন্সীগঞ্জে ফুটবল টুর্নামেন্ট শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে এসপি কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মাঠে উদ্বোধনী ম্যাচে আবদুল্লাপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে। বিপুল দর্শকের উপস্থিতিতে তারা দীঘিরপাড় ইউনিয়নকে ৪-০ গোলে পরাজিত করে শুভসূচনা করে। মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল্লাহ পাটোয়ারী, ওসি আলমগীর হোসাইন এবং চেয়ারম্যান আব্দুল কাদের মল্লিক। উপজেলাটির ১৩ ইউনিয়নের ১৩টি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টকে ঘিরে এখানে উৎসব আমেজ বিরাজ করে।
×