ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এবার সালমানকে নিয়ে সানিয়া মির্জা

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ জুলাই ২০১৬

এবার সালমানকে নিয়ে সানিয়া মির্জা

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই হায়দরাবাদে নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘এইস এগেইন্সট অডস’ উন্মোচন করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। যেখানে উপস্থিত ছিলেন দেশটির বলিউড বাদশাহ শাহরুখ খান। তার কয়েকদিন পর মুম্বাইয়েও উন্মোচন করা হয় সানিয়া মির্জার আত্মজীবনী। রবিবার মুম্বাইয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলিউড তারকা সালমান খান। টেনিস বিশ্বে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সানিয়া মির্জা। টেনিসের নারীদের দ্বৈতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১ নাম্বার স্থানটা দখল করেন। আর এই জায়গায় পৌঁছানোর বন্ধুর পথটাই সানিয়া মির্জার আত্মজীবনীতে বর্ণনা করেছেন তার বাবা ইমরান মির্জা ও সাংবাদিক শিবানি গুপ্ত। এছাড়াও বইয়ে তুলে ধরা হয়েছে সানিয়ার টেনিস ক্যারিয়ারের বিভিন্ন দিক। মুম্বাইয়ে সানিয়াকে ভূয়সী প্রশংসা করেছেন সুলতান খ্যাত সালমান খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সানিয়া তার ২৯ বছর বয়সে যা অর্জন করেছেন, অনেকের জন্যই তা তিন জন্মেও অর্জন করা সম্ভব নয়। আমার মনে হয়, কী বলতে চান সেটা ভুলে যাওয়ার আগেই পাঠককে জানানোর জন্য সানিয়া এই বইটি লিখেছেন। এটা একটা দারুণ বুদ্ধিমানের কাজ করেছেন তিনি। এই বইটির পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খ-ও নিশ্চয়ই বের হবে, কারণ সানিয়ার অর্জন তো থেমে থাকবে না।’ হায়দরাবাদে বলিউড বাদশাহ শাহরুখ খানের পর মুম্বাইয়ে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেন সালমান খানকে। কারণ সালমানের সঙ্গে সানিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব। চৌদ্দ বছর ধরে সানিয়ার সঙ্গে তার বন্ধুত্ব উপস্থিত দর্শকদের এমন তথ্য দিয়ে সালমান তাকে বলিউডে অভিনয় করার জন্যও উৎসাহ যোগান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সানিয়া যদি রুপালি পর্দায় আসেন, তাহলে খুব ভালো করবেন বলেই আমি বিশ্বাস করি।’ বক্তৃতায় সালমান আরও কিছু কাজের কথা বলেন, ‘আমরা সবাই সংগ্রাম করি। প্রকৃতপক্ষে কোন কিছুই সংগ্রাম ছাড়া অর্জিত হয় না। যারা করে উঠতে পারে না, তারা আসলে সংগ্রামই করে না। অন্যরা যে সংগ্রাম করে, তা তারা করে না। সেই মনে করে শুধু আমিই সংগ্রাম করছি কিন্তু সে ভেবে দেখে না, অন্যরা হয়ত তার চেয়ে তিনগুণ বেশি সংগ্রাম করেছেন।‘
×