ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কার্ভার কোরিয়া কিনছে গোল্ডম্যান স্যাক্সস গ্রুপ

প্রকাশিত: ০৪:১৯, ১৯ জুলাই ২০১৬

কার্ভার কোরিয়া কিনছে গোল্ডম্যান স্যাক্সস গ্রুপ

পুঁজিবাজারের তালিকাবহির্ভূত বিখ্যাত কসমেটিক্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ভার কোরিয়া কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে গোল্ডম্যান স্যাক্সস গ্রুপ ইনকর্পোরেশন ও প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান বেইন ক্যাপিটাল। এজন্য দক্ষিণ কোরিয়ার বিউটি ব্র্যান্ড কোম্পানিটির অধিকাংশ শেয়ার কিনতে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান দুটি। সোমবার বিবিসি ও রয়টার্স জানিয়েছে, কার্ভার কোরিয়াকে কিনতে কত টাকার প্রস্তাব দেয়া হয়েছে তা উন্মুক্ত করেনি বহুজাতিক ব্যাংকিং ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেইন ক্যাপিটাল। তবে অধিকাংশ মালিকানা পেতে কোম্পানিটিকে আনুমানিক ৩০৭ মিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাপী বিনিয়োগে জড়িত থাকা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান দুটি। দক্ষিণ কোরিয়ার রূপচর্চার পণ্য গোটা এশিয়ায় ব্যাপক জনপ্রিয়। -অর্থনৈতিক রিপোর্টার চাঁপাই থেকে চট্টলায় যাচ্ছে ১০ হাজার আমের আঁটি এখান থেকে আমের আঁটি যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে, পাহাড়ী এলাকায় আমবাগান সম্প্রসারণে। প্রায় ১০ হাজার আমের আঁটির বায়না রয়েছে কৃষি সম্প্রসারণের হর্টিকালচার সেন্টরের কাছে। চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার চাহিদার পুরোটাই সরবরাহ করবে। সেন্টারের জনৈক কর্মকর্তা জনকণ্ঠকে জানান, পার্বত্য চট্টগ্রামের কৃষি বিভাগের বিভিন্ন শাখার চাহিদামতো তারা ইতোমধ্যেই আঁটি সংগ্রহ শুরু করেছেন। এসব আঁটি সরকারীভাবে বপনের পর (নার্সারি) যে চারা উৎপন্ন হবে তা মৌসুম ব্যবধানে উন্নত জাতের আম ডগার সঙ্গে সংযুক্ত করে (গ্রুনিং করা) রূপান্তর করা হবে। এসব জাতের মধ্যে রয়েছে- বারি-১ থেকে ৯, গোপালভোগ, ক্ষিরসাপাত, বৃন্দাবনী, গৌড়জিত, রানীপছন্দ, সূর্যপুরী, হাঁড়িভাঙ্গা, কিষাণভোগ, কহিতুর, বিশ্বনাথ, মিশ্রীভোগ, নাভিজাত ফজলি, আশ্বিনা, মোহনভোগ, কূয়াপাহাড়ী। -স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
×