ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থনীতির ॥ টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪২, ১৭ জুলাই ২০১৬

অর্থনীতির ॥ টুকরো খবর

৯ পণ্যে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি পণ্যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এগুলো হলো মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু ও তুষ-কুড়া। শিগগিরই এসব পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে অফিস আদেশ জারি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সারাদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সাঁড়াশি অভিযানও শুরু হবে। এ ব্যাপারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, নতুন করে আরো ৯টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে পরিপত্র জারি করা হবে। এসব পণ্যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে শাস্তি প্রসঙ্গে বলা হয়, কোন প্রতিষ্ঠান এই আইন না মানলে অনুর্ধ এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হিমালয় অঞ্চলীয় দেশসমূহের মাঝে বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা ত্বরান্বিত করবে পর্যটন শিল্প। তবে এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশসমূহের সমন্বিত উদ্যোগ। মন্ত্রী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ের কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অধিবেশনে কী-নোট পেপার উপস্থাপনকালে এ কথা বলেন। দু’দিনব্যপী এ সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের তিনশ’ প্রতিনিধি অংশ নিচ্ছে। আগামীকাল শিলং ঘোষণার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। দাম বেড়েছে মাছ-মুরগির ঈদ পরবর্তী বাজারে একমাত্র সবজি বাদে আর কোন পণ্যের দাম কমেনি। বেড়েছে মুরগি ও মাছের দাম। ঈদের পর সপ্তাহ পার হলেও বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক না হওয়ায় চিন্তায় পড়ে গেছেন খেটে খাওয়া মানুষ। তাদের আশঙ্কা রমজান ও ঈদের সময় বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এখন আর স্থিতিশীল নাও হতে পারে। রাজধানীর অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ ঠিক থাকায় কাঁচামাল বা শাক সবজির দাম কিছুটা কমেছে। আর ঈদের পর সব ধরনের মুরগির সরবরাহ কমে যাওয়ায় কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা করে। সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা। তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, রুই বড় ৩২০ থেকে ৩৮০, পাঙ্গাস ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এদিকে মৌসুম না হওয়ায় টমেটোর দাম ১৮০ থেকে ২০০ টাকায় ঠেকেছে। বাজারে সাধারণ মানুষ এখন আর টমেটোর দিকে তাকানোর সাহস পাচ্ছেন না। এনবিআরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অতিক্রম ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অর্থবছরে এক লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা আদায় করেছে। ফলে টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটি রাজস্ব আদায়ে সরকারের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা অতিক্রম করল। তবে ২০১৫-২০১৬ অর্থবছরের মূল বাজেটে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। অর্থনীতি ডেস্ক
×