ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ হুমায়ুন কবির

অপসংস্কৃতির মেলা

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ জুলাই ২০১৬

অপসংস্কৃতির মেলা

স্বাধীনতার পূর্বে বাংলাদেশে যার ঘরে একটি টেলিভিশন থাকত লোকে তাকে বড় লোক মনে করত। এমনকি স্বাধীনতার পরে সত্তর দশকের প্রথম দিকেও এই অবস্থা ছিল। ১৯৭২ সালে আমাদের বাড়িতে প্রথম টেলিভিশন আসে। তখন দেখতাম পাড়ার অনেক নারী পুরুষ আমাদের বাড়িতে এসে টেলিভিশন দেখত উঠানে। টেলিভিশন তখন খুব জনপ্রিয় বিনোদনের মাধ্যম ছিল। অবশ্য সিনেমা হল তখন বিনোদনের শীর্ষে ছিল। নব্বই দশক থেকে বাংলাদেশের ঘরে ঘরে টেলিভিশন চলে আসে। আশির দশক ও নব্বই দশকের টেলিভিশনের অনুষ্ঠানগুলো জনপ্রিয় ছিল। বিখ্যাত নাট্যকারদের নাটক দেশের বাইরেও খুব জনপ্রিয় ছিল। অবাধ তথ্যপ্রবাহ চালু হওয়ার পর টেলিভিশন দেশী-বিদেশী অপসংস্কৃতির কারখানা হয়ে যায়। বিদেশী টিভি চ্যানেলগুলোর নানা সিরিয়ালের প্রতি আমাদের নারীরা বেশি আকৃষ্ট হয়ে পড়ে। বাস্তব সত্য যে, এসব টিভি সিরিয়ালে মানুষ এমন মত্ত হয়ে গেছে ঘরের নারীরা ঠিকমতো সংসারের প্রতি মনোযোগী হচ্ছে না। স্কুলের ছাত্রছাত্রীরা সিরিয়ালের নানা চরিত্র নিয়ে মুখরোচক গল্প বানায়। ক্রাইম সিরিয়ালগুলো দেখে কি শিখছে আমাদের দর্শকরা? কিশোর বয়স থেকে তরুণ-তরুণী সবাই ক্রাইম সিরিয়াল দেখতে দেখতে তাদের মনো জগতে অপরাধ করার ধারণা জন্মায়। অনেক ক্ষেত্রে নারী পুরুষের পরকীয়াকে প্রশ্রয় দিচ্ছে দেশী-বিদেশী টিভি সিরিয়াল। রাতের কয়েকটি বিদেশী ইংরেজী টিভি চ্যানেল বিকিনি করে নারী শরীর প্রদর্শনের মাধ্যমে রীতিমতো জমজমাট অনুষ্ঠান তরুণ-তরুণীদের চরিত্র বদলে দিচ্ছে। এমনকি টেলিভিশনের বিজ্ঞাপনেও যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে তাকে কি বিজ্ঞাপন বলা যায়? টকশো রীতিমতো টেলিভিশন চ্যানেলগুলোর ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। টকশো আমাদের কি উপকার করছে তা আমার জানা নেই। তবে টকশো দেখলে বুঝা যায় টেলিভিশন চ্যানেলগুলো পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে। মানুষের সময় কিভাবে নষ্ট করা যায় টেলিভিশন চ্যানেলগুলো তা ভাল করে জানে। কোন সন্ত্রাসী হামলা হলে টিভি চ্যানেলগুলো অতি দ্রুত সারা বিশ্বে প্রচার করে। এটা কি ঠিক? সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের লেখাপড়া। কার্টুন ও এ্যানিমেশন কার্টুনের প্রতি শিশুদের ঘাড়ে যেন ভূত চেপে বসেছে। পড়ার সময় তারা টিভি দেখছে। এমনকি মা-বাবাকে কার্টুন দেখিয়ে শিশুদের খাওয়া-দাওয়া করাতে হয়। মেয়েদের পোশাক এখন টিভি সিরিয়ালের নায়িকাদের পোশাকের ডিজাইন দেখে করা হয়। বলা চলে এক অপসংস্কৃতির মেলা বসিয়েছে টেলিভিশন। দক্ষিণ মধ্যম হালিশহর চট্টগ্রাম থেকে
×