ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়

প্রকাশিত: ০৩:৪৭, ১৩ জুলাই ২০১৬

নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকল্প পরিচালকদের অদক্ষতা এবং যথাযথ জবাবদিহিতার অভাবে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের পাশাপাশি সরকারের উচিত গুরুত্ব বিচার করে প্রকল্প তালিকা সংস্কার করা। আর পরিকল্পনামন্ত্রী বলছেন, বর্তমান সক্ষমতা নিয়েই বড় অংকের এডিপি বাস্তবায়ন সম্ভব। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ২০১০ সালের এপ্রিলে ৯৪৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ডিসেম্বর ২০১৩ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও বরাদ্দ না বাড়িয়ে কয়েক দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা যায়নি প্রকল্পটি। সবশেষ চলতি বছরের জুন মাসে প্রাক্কলিত ব্যয় ১১শ’ ২৫ কোটি টাকা পুনঃনির্ধারণ করে আবারও প্রকল্পটির সময় বাড়ানো হয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এভাবেই নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় প্রতিনিয়ত অপচয় হচ্ছে জনগণের টাকা। অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, ‘বছর শেষে আমরা যেভাবে দেখছি প্রকল্পগুলো কোয়ালিটিহীনভাবে বাস্তবায়নের যে চেষ্টা করা হচ্ছে তাতে বোঝা যায় যে, যতসংখ্যক প্রকল্প তার বাস্তবায়নের মতো সক্ষমতা আমাদের নেই।’ পরিসংখ্যান বলছে, ২০১১-১২ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৪১ হাজার কোটি টাকারও বেশি, যা চলতি অর্থবছরে ৮৩ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার কোটি টাকায়। কিন্তু এ সময়ে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা খুব একটা বাড়েনি। তবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ২৫০ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানালেন, চলতি অর্থবছরে ৩৫০টি প্রকল্পের কাজ করা হবে। হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান স¤পতি এনসিসি ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি যমুনা ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নœাতকোত্তর ডিগ্রী লাভের পর পরই জনাব রহমান ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ দু’দশকের বেশি সময় ব্যাংকিং কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক ছাড়াও প্রাইম ব্যাংক লিঃ, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এ শাখা এবং প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশে-বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি অনেক সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। -বিজ্ঞপ্তি
×