ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একমিতে ভর করে লেনদেনের শীর্ষে ওষুধ খাত

প্রকাশিত: ০৩:৪৪, ১৩ জুলাই ২০১৬

একমিতে ভর করে লেনদেনের শীর্ষে ওষুধ খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) গত মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ এবং রসায়ন খাতের। নতুন তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজের লেনদেন শুরুর কারণে বেশিরভাগ দিন কোম্পানিটির আধিপত্য থাকায় খাতওয়ারি শীর্ষে অবস্থান করেছে। গত মাসে অর্থাৎ জুন মাসে খাতটি মোট লেনদেনের এক চতুর্থাংশ দখল করেছে। আগের মাসে অর্থাৎ মে মাসে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি এবং শক্তি খাতটি। ওই মাসে এই খাতের কোম্পানিগুলোর মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৮ কোটি টাকা, যা মোট লেনদেনের ২১.৮৪ ভাগ। কিন্তু জুন মাসে খাতটির লেনদেনের পরিমাণ কমেছে। খাতটিতে মোট তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ১৯টি। মাসটিতে এই ১৯টি কোম্পানির লেনদেনের পরিমাণ ১ হাজার ৮৮ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৩.৩৮ ভাগ। রমজানের মাস জুনে লেনদেনের দ্বিতীয় শীর্ষে ছিল প্রকৌশল খাতটি। পুরো মাসে খাতটির মোট ১ হাজার ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৩.৬৫ ভাগ। আগের মাসে অর্থাৎ মে মাসে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা, যা ডিএসইর সার্বিক লেনদেনের ১৪.৫৫ ভাগ। গত মাসে ব্যাংক খাতের কোম্পানিগুলোর আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। মে মাসে ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ ছিল ৭৬৭ কোটি টাকা, যা মোট লেনদেনের ৯.৪৩ ভাগ। জুন মাসে এই লেনদেন কমেছে এসে দাঁড়িয়েছে ৫৮৯ কোটি টাকায়। তবে ব্যাংক খাতের লেনদেন কমলেও তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলো আগের তুলনায় কিছুটা ভাল লেনদেন করেছে। কারণ মে মাসে বস্ত্র খাতের কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ছিল ৬৯৯ কোটি টাকা। অর্থাৎ মোট লেনদেনের দখল করেছিল ৮.৫৯ ভাগ। জুন মাসে খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬৩ কোটি টাকা। অর্থাৎ পুরো মাসে খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯.৩৮ ভাগ। এদিকে গত রমজান মাসের প্রতিটি কার্যদিবসে আধা ঘণ্টা কম লেনদেন হলেও সার্বিকভাবে শেয়ার হাতবদল খুব বেশি কমেনি। তবে আগের মাসের তুলনায় কিছুটা লেনদেন কমেছে। মে মাসে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ১৪২ কোটি টাকা। জুন মাসে তা কমে দাঁড়ায় ৮ হাজার ১৩৮ কোটি টাকা।
×