ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৭৫ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে পেলে

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জুলাই ২০১৬

৭৫ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে পেলে

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রামগঞ্জে অনেকেই বলে থাকেন- বুড়ো বয়সে ভীমরতি! সাধারণ বেশি বয়সে বিয়ে করলে এমন বলা হয়। কিংবদন্তি ফুটবলার পেলের ক্ষেত্রেও এমন হতে চলেছে। ৭৫ বছর বয়সে আরেকবার বিয়ে করতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে রবিবার বিষয়টি জানা গেছে। গত কয়েক বছরই শরীরটা ভাল যাচ্ছে না পেলের। বেশিরভাগ সময় থাকতে হয়েছে হাসপাতালের বিছানায়। তবে ঝক্কি-ঝামেলা শেষে এখন বেশ সুস্থ্য আছেন ফুটবল সম্রাট। এ কারণেই দীর্ঘদিন ঝুলে থাকা সম্পর্কটা জোড়া লাগাতে চাচ্ছেন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা। ৭৫ বছর বয়সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শীঘ্রই। পাত্রী পেলের চেয়ে ৩৩ বছরের ছোট। নাম মার্সিয়া সিবেলে আওকি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বয়স ৪২ বছর। জাপানি বংশোদ্ভূত মার্সিয়ার সঙ্গে পেলের প্রথম সাক্ষাত হয় ১৯৮০ সালে নিউইয়র্কে এক পার্টিতে। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। ২০০৮ সালে হঠাৎ করেই দুজনে আবিষ্কার করেন সাও পাওলোতে তারা একই ভবনের বাসিন্দা। মার্সিয়া তখন বিবাহবিচ্ছিন্ন। তার দুই বছর পর একই লিফটে দেখা হয়ে যায় আবারও দুজনের। সেদিনের কথা আজও ভুলতে পারেননি পেলে। স্মৃতিচারণ করে তিনি বলেন, দুই বছর পর মানে ২০১০ সালে একই লিফটে আবার দেখা হয়েছিল আমাদের। আমি তাকে আমার ফ্লাটের সংস্কার কাজের কথা বলেছিলাম। মার্সিয়ার তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। সে আমাকে তার সংস্কার করা ফ্লাট দেখার আমন্ত্রণ জানিয়েছিল। এভাবেই মার্সিয়া-পেলের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সম্পর্কটা প্রেম থেকে পরিণয়ের দিকে যেতে প্রায় ছয় বছর লাগছে। বছর দুয়েক আগেই অবশ্য বিয়েটা হয়ে যেতে পারত। কিন্তু পেলের অসুস্থতার কারণে একাধিকবার পেছাতে হয়েছে বিয়ের তারিখ। চিকিৎসামগ্রী সরবরাহ ব্যবসায় যুক্ত মার্সিয়াকে পেলে জনসমক্ষে প্রথম পরিচয় করিয়ে দেন চার বছর আগে। তখন থেকেই মূলত পেলের সঙ্গে আছেন মার্সিয়া। এখন পাকাপাকিভাবে দুজন থাকতে যাচ্ছেন এক ছাদের নিচে। অচিরেই বিয়ে দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানা গেছে। এই তৃতীয় বিয়ের আগে ১৯৬৬ সালে পেলে প্রথম বিয়ে করেন রোসামেরিকে। ১৯৮২ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তার সঙ্গে। ১৯৯৪ সালে মনোবিদ আইসিরিয়া লেমোসকে বিয়ে করেন কালো মানিক। তার সঙ্গে সংসার করেন ১৪ বছর। এরপর আবারও ছাড়াছাড়ি। এবার তৃতীয়বারের মতো বউ ঘরে আনছেন পেলে। এবারের সংসারের স্থায়ীত্ব কতদিন হয় সেটা দেখার অপেক্ষা। পেলে তার ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ডসংখ্যক ১২৮১ গোল করেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৯১ ম্যাচ।
×