ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ রাতে প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া-পর্তুগাল হাইভোল্টেজ ম্যাচ

শেষ আটের টিকেট পেতে আত্মবিশ্বাসী রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২৪, ২৫ জুন ২০১৬

শেষ আটের টিকেট পেতে আত্মবিশ্বাসী রোনাল্ডো

স্পোর্টস রিপোটার ॥ গ্রুপপর্বের তিন ম্যাচের একটিতেও জয় নেই। হারও স্পর্শ করতে পারেনি পর্তুগালকে। তিনটি ম্যাচ ড্র করে অপরাজিত থেকেই নকআউট পর্বের টিকেট পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। তবে শিরোপা স্বপ্ন জিইয়ে রাখতে হলে এখন আর না জিতে উপায় নেই পর্তুগীজদের। আজ রাতেই শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে পর্তুগাল। ফ্রান্সের লেন্সে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান আর ফিফা র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালে পর্তুগালই স্পষ্ট ফেবারিট। দু’দলের এ পর্যন্ত তিনবারের লড়াইয়ে প্রতিবারই জিতেছে পর্তুগাল। ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগীজদের অবস্থান ৮ নম্বরে। আর ক্রোয়েটদের অবস্থান ২৭তম। তবে গ্রুপপর্বে ক্রোয়েশিয়া দেখিয়েছে দুর্দান্ত পারফর্মেন্স। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মডরিচ, রাকিটিচরা। এ কারণে ম্যাচটি তুমুল উত্তেজনাপূর্ণ হবে বলে ধারণা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে গ্রুপপর্বে একটি ম্যাচও জিততে না পারলেও ক্রোয়েশিয়াকে হারাতে আশাবাদের কথা শুনিয়েছেন পর্তুগাল তারকা রোনাল্ডো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়ার লক্ষ্যেই খেলবে তার দল। মূলত সি আর সেভেনের সৌজন্যেই ইউরোতে রক্ষা পেয়েছে পর্তুগাল। হাঙ্গেরির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে তিন তিনবার পিছিয়ে পড়লেও অধিনায়কের দুটি দুর্দান্ত গোলের সুবাদে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগীজরা। শুধু দলকে রক্ষাই করেননি, একটা রেকর্ডও গড়েছেন রোনাল্ডো। প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর চারটি আসরে গোল করার কৃতিত্ব এখন তারই। আর একটি গোল করলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকেও ছুঁয়ে ফেলবেন রিয়াল মাদ্রিদ তারকা। ফরাসী কিংবদন্তির গোলসংখ্যা ৯টি। তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না রোনাল্ডো। তার চিন্তায় ক্রোয়েটদের বিরুদ্ধে ম্যাচ। প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবে রায় দিলেও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী রোনাল্ডো। প্রি-কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে পর্তুগাল অধিনায়ক বলেন, আমরা পরবর্তী পর্ব নিশ্চিত করেছি। এখন আমাদের ভীষণ ভাল একটা দলের মুখোমুখি হতে হবে। তবে দু’দলেরই সম্ভাবনা ফিফটি ফিফটি। ক্রোয়েশিয়া খুব কঠিন দল। ওদের দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় আছে। স্পেনকে হারানো সহজ কথা নয়। আমরা ওদের সম্মান করি। তবে আমরাও নিজেদের শক্তি সম্পর্কে ভালই জানি। আমরা ওদের চোখের দিকে তাকিয়েই লড়াই করব। গ্রুপপর্বের হতাশা আর হবে না বলেও আশাবাদী রোনাল্ডো। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি না, ইউরোপিয়ান ফুটবলে আর বেশি বিস্ময় আছে। গ্রুপপর্বে হয়ত বিস্ময় থাকতে পারে কিন্তু বড় দেশগুলো সবসময়ই ফাইনালে পৌঁছায়। আমি মনে করি, চ্যালেঞ্জের জন্য পর্তুগাল যথেষ্ট ভাল। বিশ্বের সেরা লীগগুলোতে খেলা বড় সব খেলোয়াড় আছে পর্তুগালের। তাই কেন নয়? রোনাল্ডো আরও বলেন, এখন মাঠে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে এবং আশাকরি যে ভাগ্য আমাদের সঙ্গে থাকবে। আমাদের ভাল খেলোয়াড় আছে। ফার্নান্ডো সান্টোস একজন ভাল কোচ এবং আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। দেশের হয়ে ট্রফি জয়ের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, আমি সবসময়ই বলেছি, দেশের হয়ে বড় একটি শিরোপা জয় করা আমার স্বপ্ন। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় শিরোপা জিতেছি, যত বড় শিরোপা জেতা যায় তা জিতেছি, কিন্তু দেশের হয়ে একটি শিরোপা জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস অবশ্য ক্রোয়েশিয়াকে নিয়ে যথেষ্ট শঙ্কিত। প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, ক্রোয়েশিয়াকে এড়ানোর চেষ্টা করেছিলাম আমরা। স্পেনের গ্রুপে থেকেও তারা প্রথম হয়েছে। আর এটাই ওদের সম্পর্কে সবকিছু বলে দিচ্ছে। তবে নিজের দলকে নিয়েও আশাবাদী তিনি। বিশেষ করে প্রিয় ছাত্র রোনাল্ডোকে নিয়ে। এ প্রসঙ্গে পর্তুগীজ কোচ বলেন, ভাল একজন অধিনায়ক থাকাটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন একজন অধিনায়ক যার অনেক গোল করার যোগ্যতা আছে। আমরা আশাকরি, এটা অনেক গোলের প্রথম।
×