ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জুপিটারে এ্যামোনিয়া

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ জুন ২০১৬

জুপিটারে এ্যামোনিয়া

সৌর জগতের সবচেয়ে বড় গ্রহটির নাম জুপিটার। গ্রহটি এতই বড় যে সব কয়েকটি গ্রহকে এই জুপিটারের ভেতরে ঢুকিয়ে দেয়া সম্ভব। এর ভেতরে আশ্রয় নিতে পারে এক হাজারেরও বেশি পৃথিবী। যুরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা এই পৃথিবী থেকে রেডিও টেলিস্কোপের সাহায্যে জুপিটার গ্রহে এ্যামোনিয়ার সন্ধান পেয়েছেন। আর সেটির সাহায্যে খুঁজে বের করেছেন জুপিটারের অজানা আরও অনেক রহস্য। ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ কৌশল জানা না থাকলে স্কেটবোর্ডিং বেশ ঝামেলার খেলা। এবার ‘ডি-বক্স’-এর তৈরি বিশেষ ধরনের স্কেটবোর্ডে পা রেখেই ভার্চুয়ালি পথ চলার সুযোগ মিলবে। এ জন্য ব্যবহারকারীদের চোখে পড়তে হবে গিয়ার ভিআর হেডসেট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ভিডিও গেইম সম্মেলন ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’তে ভার্চুয়ালি স্কেটবোর্ডিংয়ের সুযোগ মিলেছিল।
×