ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত ধারাবাহিকে প্রিয়া আমান

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জুন ২০১৬

সাত ধারাবাহিকে প্রিয়া আমান

স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক অঙ্গনে অল্প সময়ে পরিচিত লাভ করা সহজ কাজ নয়। জনপ্রিয়তা অর্জন করতে অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হয়। তবে নিজ যোগ্যতা ও অভিনয় দক্ষতায় অল্প সময়ে টিভি মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন এই সময়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী প্রিয়া আমান। বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ে ব্যস্ততার মধ্যে ঈদের বেশ কিছু একক নাটকে অভিনয় করেছেন। হিমু আকরামের ‘হ্যালো মি. স্যাম’, মোহন খানের ‘সাগর ক্ষমা করো আমায়’, ‘বিলবোডর্’, ‘কন্কাবতীর চিঠি’, ‘সুবল দাসের বউ’ প্রভৃতি। ঈদের নাটক নিয়ে যেখানে অন্য অভিনয় শিল্পীরা ব্যস্ত, তখন প্রিয়া বলেন আমার সব ব্যস্ততা ধারাবাহিক নাটক নিয়ে। সাতটি ধারাবাহিক চলছে আমার। এর মধ্যে রয়েছে ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘চম্পাকলি টকিজ’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘সহযাত্রী’, ‘তুই কি আমার’, ‘তীরন্দাজ’ ও ‘নগর জেনাকি’। এগুলোর শূটিং করতেই হিমশিম খাচ্ছি। ঈদের বিশেষ নাটক বা টেলিফিল্মের জন্য সময় দেব কিভাবে? এদিকে দুই বছর আগে মুক্তি পায় প্রিয়া অভিনীত প্রথম চলচিচত্র ‘অদৃশ্য শত্রু’। এরপর তাকে আর দেখা যায়নি বড় পর্দায়। ‘বিজয়িনী’ নামের আরেকটি চলচ্চিত্রের শূটিং করেছেন কিছুদিন। এটার কাজ শেষ হয়নি। এরপরই টিভি নাটকেই ব্যস্ত হয়ে পড়েন। তবে তিনি বলেন ভাল কাজের অফার পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় করব। সে রকম প্রস্তাবের অপেক্ষায় আছি। তবে টিভি নাটকের প্রতি দূর্বলতা তার সব সময়ই। কারণ শুরুটা করেছিলেন টিভি নাটক দিয়েই তিনি বলে যা শেখার এখান থেকেই শিখেছি, শিখেছি। মিডিয়ায় অনেক নতুন অভিনয় শিল্পী আসছে। প্রতিযোগিতাটাও বাড়ছে। এটাকে কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন প্রিয়া আমান? আমি দেখতে কেমন, চলা ফেরায় কেমন, এটা কিন্তু প্রতিযোগিতার মধ্যে পড়ে না। প্রতিযোগিতাটা হলো স্ক্রিনে। সেখানে আমি কেমন সেটাই মূখ্য। তবে নতুনদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। সেটা কেমন নিজের অভিজ্ঞতা থেকে বললেন প্রিয়া। কোন ক্যারেকটার টা করব সেটা আমাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য হাতে স্ক্রিপ্ট থাকা লাগে। দেখা গেল ডিরেক্টরকে বললাম স্ক্রিপ্ট দেন। উনি বললেন শূটিং স্পটে চলে এসো, যেভাবে বুঝিয়ে দেব সেভাবে করলেই হবে। কিন্ত আমি মনে করি শূটিংয়ের অন্তত ১০ দিন আগেই স্ক্রিপ্টা হাতে পেলে ভাল। প্রিয়ার বাড়ি সাভারে। সেখান থেকেই নিয়মিত শূটিংয়ে অংশ নেন। দুই বোন থাকেন বিদেশে। মা-বাবাকে নিয়েই জীবন।
×