ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইরিশদের উড়িয়ে দিল বেলজিয়াম

প্রকাশিত: ০৬:৫০, ১৯ জুন ২০১৬

আইরিশদের উড়িয়ে দিল বেলজিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বেলজিয়াম। শনিবার তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। এই জয়ের ফলে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বেলজিয়াম। বোর্দোতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে বিরতির পরই জ্বলে ওঠে বেলজিয়াম। ম্যাচের ৪৮ মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৬১ মিনিটে বেলজিয়ামের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এ্যাক্সেল উইটসেল। থমাস মিউনিয়েরের সহায়তায় খুব সহজেই গোল করে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার সুযোগ করে দেন তিনি। ৭০ মিনিটে আবারও লুকাকুর শো। দুর্দান্ত গোল করলে দলের ব্যবধান দাঁড়ায় ৩-০। এরপর আর কেউ গোল করতে না পারলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে ২ ম্যাচ থেকে বেলজিয়ামের সংগ্রহ ৩ পয়েন্ট। এছাড়া সুইডেন এবং আয়ারল্যান্ডের সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এর আগে ‘ই’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতালি। এবারের আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পায় আজ্জুরিরা। প্রথম ম্যাচে এ্যান্টনিও কন্টের দল ২-০ গোলে হারায় বেলজিয়ামকে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সুইডেনের বিপক্ষেও ১-০ গোলে জয় পায় তারা। আর তাতেই টুর্নামেন্টের শেষ ষোল নিশ্চিত হয়ে যায় ইতালির।
×