ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড এয়ারের ২২৪ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ জুন ২০১৬

ইউনাইটেড এয়ারের ২২৪ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ২২৪ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। যার মেয়াদ হবে ৬ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডারদের বাইরে বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির ৫৭৭তম কমিশন সভায় এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বিএসইসি জানিয়েছে, বন্ডটির বৈশিষ্ট্য হবেÑ নন কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, সিকিউড সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৬ বছরের মেয়াদসহ ১ বছর লকিং থাকবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ বিমান কেনার জন্য ডাউনপেমেন্ট, ঋণ পরিশোধ, সিভিল এ্যাভিয়েশনের ফি ও অন্যান্য দেনা পরিশোধের জন্য ব্যয় করবে কোম্পানিটি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। সুদের হার ১২ দশমিক ৫০ শতাংশ। বন্ডটির এ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি এবং রেইস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড। ওয়ান ব্যাংকের ৪শ’ কোটি টাকার বন্ড অনুমোদন ওয়ান ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে; এর মেয়াদ হবে ৭ বছর। বৃহস্পতিবার বিএসইসির ৫৭৭তম কমিশন সভায় এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বিএসইসি জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পর সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির এ্যারেঞ্জার হিসেবে কাজ করছে মেন্ডেটেড লিড। ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাপোলো ইস্পাতের ইপিএস বেড়েছে প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় বা ইপিএস সংশোধনের পর বেড়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ২ পয়সা বা ৯ শতাংশ বেড়েছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করলে এই তথ্য পাওয়া যায়। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি, ১৬-মার্চ,১৬) শেয়ার প্রতি আয় করেছে ২৫ পয়সা। সংশোধনের আগে কোম্পানির ইপিএস ছিল ২৩ পয়সা। আলোচিত সময়ে কোম্পানির এনওসিএফপিএস ৪ টাকা ৪৪ পয়সার পরিবর্তে ৪ টাকা ১৬ পয়সা হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য আগের মতোই থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×